সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
মা কে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা । ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মা ।
দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা থানার বগা নোয়াপাড়ার ঘটনা । বিষয় সম্পত্তি আত্মসাতের চেষ্টাই মা জহোরা বিবিকে (৭৬) বৃদ্ধা কে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে মেজ ছেলে — সানুয়ার আলি। পেশায় দর্জির মিস্ত্রি দীর্ঘ দিন ধরে জহোরা বিবিকে মারধোর করতে থাকে ।
আড়াই কাটা বাস্তব ভিটের জন্য জহোরা বিবির ৩ ছেলের সাথে অশান্তি । বড়ো ছেলে মানসিক ভারসাম্য হীন। ছোট ছেলের কাছে থাকেন জহোরা বিবি । ছোট ছেলে বিবাহিত, ছোট ছেলে কাজের জন্য বাইরে গেলে চলে অত্যাচার মারধোর এর আগে বেশ কয়েক বার মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু ফল কিছুই হয়নি । উপরন্তু মারধোর বা অত্যাচার পরিমাণের মাত্রা বেড়ে গিয়েছে । ছোট ভাই মায়ের মারধোরের প্রতিবাদ করাই মারধর পাশাপাশি সেখ সানুয়ার আলির স্ত্রী নিজের জামা কাপড় ছিঁড়ে থানায় গিয়ে রেপ বা ধর্ষণের মামলা রুজু করে ঐ জন্য কিছু বলতে সাহস পাই না । জহোরা বিবি চাই যে বেঁচে থাকতে থাকতে বাস্তব ভিটে ৩ ছেলের মধ্যে সমান ভাগে করে দিতে । কিন্ত মেজে ছেলে সেখ সানুয়ার আলি সকলকে মারধোর করে তারিয়ে দিয়ে মা জহোরা বিবির কাছে থেকে বিষয় সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করছে ।
গতকাল জহোরা বিবি ছোট ছেলে বাড়িতে না থাকায় মেজ ছেলে ও মেজ বৌমা মারধোর শুরু করে এবং অবশেষে ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে দেওয়ার চেষ্টা করে ,বাঁচার জন্য জহোরা বিবি হাত দিয়ে বাধা দিতে গেলে হাতে ক্ষত বিক্ষত হয়ে যায় । প্রাণ বাঁচানোর তাগিদে জহোরা বিবির চিৎকার চেঁচামেচি তে ছুটে আসে ছোট বৌমা সহ পাড়া প্রতিবেশীরা এসে জহোরা বিবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং গতকাল রাতে মহেশতলা থানাই লিখিত অভিযোগ দায়ের করেন জহোরা বিবি । তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ ।
আরও পড়ুনঃ মদ্যপ অবস্থায় মোটরবাইক চালাতে গিয়ে দুর্ঘটনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584