নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বক্সার জঙ্গলে বাঘ আছে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়াতে বনদপ্তরের পক্ষ থেকে বন ও বন্যপ্রাণ রক্ষা নিয়ে আয়োজিত এক সেমিনারে যোগ দিতে এসে বৃহস্পতিবার একথা জানালেন বনমন্ত্রী ব্রাত্য বসু।
বনমন্ত্রী জানান বক্সার জঙ্গলে বাঘ আছে তার প্রমাণ ও পাওয়া গিয়েছে কিন্তু এত ঘন জঙ্গল যে ছবি পাওয়া যাচ্ছেনা। কিন্ত বাঘ আছে আমরা নিশ্চিত আরো ছয়টি বাঘ ইতিমধ্যে ছাড়া হবে।
মন্ত্রী জানান যে, ইতিমধ্যে বাঘ বক্সাতে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং অনেক হরিণ ছাড়া হয়েছে বক্সার জঙ্গলে। তিনি বলেন, আসাম থেকে ৬ টি বাঘ নিয়ে এসে বক্সার জঙ্গলে ছাড়বো।
২০১০-১১ সালে মানুষের সাথে হাতির সংঘাত হয়েছিল ২৫৪টি এবং ২০১৮-১৯ সালে মাত্র ৩৬ টি। তিনি এও বলেন রেল দফতর যেভাবে হাতি বাঁচাচ্ছে সেটার পূর্ণ কৃতিত্ব বনদফতরের।
আরও পড়ুনঃ পুজোর মুখে পুর অভিযান বন্ধ রাখার আবেদন ফুটপাত ব্যবসায়ীদের
কারন বনদফতর বারবার করে রেলে চালক থেকে শুরু করে পেট্রোলিং যারা করেন তাদেরকে রীতিমতো প্রশিক্ষন বনদফতর দিয়ে এসেছে।”
এদিনের সেমিনারে বনদপ্তরের আধিকারিক গণ ও আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584