স্ত্রীকে অ্যাসিড আক্রমণ স্বামীর

0
82

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

পণের বিরুদ্ধে লড়ছিলেন নিজাত আরা। থানায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগও করেছিলেন৷ সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি থেকে জামিন পেয়েই স্ত্রীর উপর অ্যাসিড ছুঁড়ল স্বামী
রাতের অন্ধকার।

এই ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার খামারপুকুর গ্রামে।আশঙ্কাজনক অবস্থায় তাকে বিহারের কিষানগঞ্জ জেলা হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে।জানা গেছে,গোয়ালপোখর থানার দক্ষিনদূয়ারী গ্রামের বাসিন্দা মেহেবুব আলমের সঙ্গে বিয়ে হয়েছিল খামারপুকুর গ্রামের বাসিন্দা নিজাত আরার।বিয়ের পর থেকে পনের দাবিতে স্ত্রীর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু হয়।

নিজস্ব চিত্র

অত্যাচার সহ্য করতে না পেরে নিজাত আরা বাপের বাড়িতে চলে আসে।বিষয়টি নিয়ে গ্রামে সালিশি সভাও হয়।সেখানে নিজাতের নামে দুই বিঘা জমি দেওয়ার সিদ্ধান্ত হয়। মেহেবুব আলম সেই জমি দিতে রাজি না হওয়ায় নিজাত আরা  তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।পুলিশ বধুনির্যাতন মামলায় মেহেবুব আলমকে গ্রেপ্তার করেছিল।সেই মামলায় জামিনে মুক্ত হয়েছিল মেহেবুব আলম।গতকাল রাতে নিজাত আরা মায়ের সঙ্গে ঘুমিয়েছিল।রাতে বিদ্যুৎ না থাকায় দরজা খুলে ঘুমচ্ছিল নিজাত।রাত্রি ১১টার নাগাদ আচমকা ঘরে ঢুকে মেহেবুব আলম ও তার জামাইবাবু মহ: ফকিরা।ঘরে ঢুকেই স্ত্রী নিজাত আরা উপর অ্যাসিড ছোঁড়ে।নিজাতের চিৎকারে সকলের ঘুম ভেঙে যায়।ঘর থেকে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে নিজাতের বাবা মহ: আমিরা তাদেরকে ধরে ফেললেও কোন রকম ভাবে সেখান থেকে তারা পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।রাতেই মহ: ফকিরাকে আটক করেছে।আশঙ্কাজনক অবস্থায় নিজাত আরা কিষানগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here