শুভময় সেন,বহরমপুর:-
মুর্শিদাবাদের বহরমপুরে ডোমা অফিসে ২৪ ও ২৫ এপ্রিল মীনা মঞ্চের কর্মশালা অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ ও ইনিসেফের যৌথ উদ্যোগে। মুর্শিদাবাদের ৫২টি মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুগমকর্তা এবং প্রতি মাদ্রাসার দুইজন মীনা ছাত্রীরা এই কর্মশালার অংশ গ্রহণ করে।
মুর্শিদাবাদের মাদ্রাসা শাখার রাকিব মন্ডল ও শাজাহান-এর তত্ত্বাবধানে অনুষ্ঠানের কাজ শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদ্রাসা সহকারী ইন্সপেক্টর ইখতিকার খন্দকার মহাশয়।উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি তথা প্রশিক্ষিকা মৌমিতা ঘটক ।
সভাপতির ভাসনের পর মৌমিতা ঘটক মীনা মঞ্চের নানান দিক আলোচনা করেন। আলোচনায় উঠে আসে মীনা মঞ্চ চালানোর অভিজ্ঞতা ও সমস্যা, তা উত্তরণের পথা বের করে প্রতিবেদন আকারে জমা করা হয়।
ঘটক মহাশয়া বললেন, “শিশুদের কাছে স্কুলকে উপভোগ্য করেছে মীনা। ভাই-বোনের মর্যাদা ও গুরুত্ব যে সমান তা বুঝিয়েছে মীনা। মীনা শিখিয়েছে, বাল্যবিবাহ ঠিক নয়। ধর্মান্ধতা, কুসংস্কার, বৈষম্য বিলোপে মীনার অবদান অনেক।”ভোটের পর মুর্শিদাবাদের বিভিন্ন মাদ্রাসা মীনা প্রশিক্ষণ দেওয়ার হবে।
মীনা মঞ্চের টিম গঠন করে নুর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা ইতিমধ্যেই ব্লক ভালো প্রসংসা অর্জন করেছেন। মীনা এ সমাজের দৃষ্টিভঙ্গিতে কতোটা ইতিবাচক পরিবর্তন এনেছে, সেসব বললেন নুর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা প্রধান শিক্ষক জানে আলম ।
শিক্ষা সবার অধিকার- ছেলে হোক আর মেয়ে হোক সবাই স্কুল যাওয়ার সুযোগ পাবে। এই অধিকারকে সমাজে প্রতিষ্ঠিত করতে কাজ করছে মীনা মঞ্চ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584