নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
জীবনাবসান প্রবীণ অভিনেতা অনুপম শ্যামের। কিডনির অসুখে ভুগছিলেন অভিনেতা। মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেতা। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু যশপাল শর্মা জানান, মাল্টি অর্গ্যান ফেলিওর এর ফলে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে সোমবার মৃত্যু হয় এই বিশিষ্ট অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
টেলিভিশনে ‘মন কি আওয়াজ: প্রতিজ্ঞা’ সিরিয়ালে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এছাড়াও ‘স্লামডগ মিলিনেয়ার’, ও ‘ব্যান্ডিট কুইন’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। এছাড়া বলিউডের একাধিক হিট ছবিতে কাজ করেছেন তিনি। তালিকায় রয়েছে, ‘সত্যা’, ‘দিল সে’, ‘লগান’, ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’।
আরও পড়ুনঃ শ্রদ্ধার্ঘঃ চার সুতোয় বাঁধা কিশোর’জির জীবন
‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’-র দ্বিতীয় সিজনের শ্যুটিং শুরু হয়েছে কয়েকদিন আগেই। অনুপম শ্যামের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর সহকর্মীরা। মনোজ জোশি, অশোক পণ্ডিত এদিন ট্যুইটে সমবেদনা জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584