নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
এফআইআর দায়ের হলো, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা অভিযানের মূল কাণ্ডারী পাঞ্জাবী গায়ক-অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে। মঙ্গলবার থেকেই তাঁর একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জনরোষ বাড়তে থাকে দীপ সিধুর বিরুদ্ধে। এখনও পর্যন্ত প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা ঘটনার কারণে মোট ২৫টি মামলা দায়ের হয়েছে। সেখানে দীপ সিধুরও নাম রয়েছে বলে জানা গিয়েছে।
দিল্লি পুলিশ কমিশনার স্পষ্ট জানিয়েছেন যে, এই ঘটনার সঙ্গে যুক্ত কেউই ছাড় পাবেন না। দীপ সিধু, পাঞ্জাবী গায়ক তথা অভিনেতার যাঁর ভিডিওতে এখন ছয়লাপ সোশ্যাল মিডিয়া, সেই দীপ সিধুই গত লোকসভা নির্বাচনে বিজেপি সাংসদ-অভিনেতা সানি দেওলের নির্বাচনী এজেন্ট ছিলেন। পাশাপাশি মোদী-শাহের সঙ্গে তাঁর ছবি নিয়েও নেটদুনিয়া উত্তাল।
তাঁর নেতৃত্বেই লালকেল্লায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ করেছেন কৃষক নেতারাও। তাঁদের একাংশের দাবি, সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্ব এই হিংসার জন্য দীপই মূল অভিযুক্ত। তাঁকে আরএসএস-এর এজেন্ট বলেও তোপ দেগেছেন কৃষক নেতৃত্বের একাংশ।
আরও পড়ুনঃ বিডেন প্রশাসনের সাথে ফোনালাপ রাজনাথ-দোভালের
অন্যদিকে দিল্লির আপ-সরকারের তরফে ইতিমধ্যেই রাঘব চাড্ডা বুধবার সাংবাদিক সম্মেলন করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর সঙ্গে দীপের ঘনিষ্ঠতার প্রসঙ্গ তুলে ধরেছিলেন। দীপ নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)-এর সদস্য বলেও জানা গিয়েছে।
আরও পড়ুনঃ দশ কৃষক নেতার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের
কৃষকরাও ক্ষুব্ধ, হতবাক দীপ সিধুর এমন কর্মকাণ্ডে। ভাইরাল ভিডিওয় স্পষ্ট, আন্দোলনকারী কৃষকদের একাংশ অভিনেতাকে রীতিমতো মারধর করার জন্য উদ্যত হয়ে উঠেছেন। কৃষক সূত্রের খবর, দীপ প্রথম থেকেই এই আন্দোলনের পুরোভাগে থাকার চেষ্টা করেছিলেন।
অন্যদিকে, তাঁকে নিয়ে দেশজোড়া বিতর্কের মাঝেই মুখ খুলতে বাধ্য হয়েছেন দীপ সিধু। বলেছেন, “যা হয়েছে তা শুধুমাত্র রাগের বহিঃপ্রকাশ। কোনও কিছুই পূর্ব-পরিকল্পিত নয়। আমার একার পক্ষে লক্ষ লক্ষ কৃষককে উদ্বুদ্ধ করা সম্ভবও নয়।” ফেসবুক লাইভে একথা বললেও বুধবার সারাদিন খোঁজ পাওয়া যায়নি দীপের। এফআইআর দায়ের হওয়া থেকেই বেপাত্তা দীপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584