শহরে ‘রান ফর মোদী’ পদযাত্রায় শামিল অভিনেতা হিরণ

0
111

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

রবিবার শ্যামবাজারের পাঁচমাথার মোড় থেকে স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়ি পর্যন্ত বিজেপির তরফে পদযাত্রার আয়োজন করা হয়। যার নাম দেওয়া হয় ‘রান ফর মোদী’। যেখানে রাজ্য বিজেপির সদস্যরা ছাড়াও দিল্লি থেকে আসা ভারতীয় জনতা পার্টির একটি দলও অংশ নিয়েছিল।

actor hiran chatterjeen | newsfront.co
পদযাত্রায় হিরণ। নিজস্ব চিত্র

স্লোগান ছিল ‘ভোট ফর’ তাঁদের সবার গায়ে ছিল গেরুয়া পোশাক, যাতে লেখা ‘মোদী পাড়া’। এই পদযাত্রায় শামিল হলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা হিরণও।রবিবার,ফের একবার এই স্লোগানই সোচ্চার হলেন সদ্য বিজেপিতে যোগদানকারী অভিনেতা হিরণ। বিজেপির হয়ে প্রচারে নেমে বাংলায় কর্মসংস্থানের কথা বললেন তিনি। অভিনেতা হিরণ বলেন, ‘বাংলায় অলক্ষ্মী বিদায় করতে আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

আরও পড়ুনঃ ২১ শে ফেব্রুয়ারি পালন মুর্শিদাবাদে

বাংলার যে ছেলেমেয়েরা কাজের জন্য বাইরে গিয়েছেন, তাঁদের ফিরিয়ে আনতে হবে। আমরা চাই তাঁরা নিজেদের পরিবারের কাছে ফিরে আসুক। সবার কর্মসংস্থান হোক।’ পরে তিনি আরো বলেন, ‘গত ৪৪ বছর ধরে বাংলায় অলক্ষ্মী বসবাস করছে। সেই অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী ফিরিয়ে আনতে হবে।’রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে জোর কদমে প্রচার চালাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। বাদ নেই বিজেপিও।

প্রসঙ্গত, গত ১৮ই ফেব্রুয়ারি নামখানায় অমিত শাহের সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন হিরণ। ওইদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেদিন তাঁর বিজেপিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে জানিয়েছিলেন, ”আমি সাধারণ ঘরের ছেলে। সাধারণের দুঃখ কষ্ট বুঝি। আর রাজনীতি সমাজ এবং সিস্টেম পরিবর্তনের বিরাট বড় হাতিয়ার। হাতে ক্ষমতা না থাকলে ক্ষমতার অপপ্রয়োগ আটকানো যাবে না।’

আরও পড়ুনঃ ‘শান্তিনিকেতন’এ সিবিআই! বিড়ম্বনায় তৃণমূল

তিনি আরও বলেন ‘দুহাজার চৌদ্দ-তে সেই স্বপ্ন নিয়েই একটা দলে যোগ দিয়েছিলাম, ভেবেছিলাম অনেক কিছু হবে। বাংলার পরিবর্তন হবে, কিন্তু রাস্তায় শুধু নীল-সাদা রং ছাড়া আর কিছুই হয়নি। হতাশ হয়েছি, এরপর নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ জুড়ে যে কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতেই যোগ দিতে যাচ্ছি। উন্নয়নের জন্য সর্বভারতীয় দলকেই ক্ষমতায় চাই।’ পাশাপাশি ভোটে লড়ার ইচ্ছা প্রকাশও করেছিলেন তিনি। তবে সব সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বের উপরই ছেড়ে দিয়েছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here