নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বহু জল্পনার অবসান ঘটিয়ে এবার ভোটের মুখে রাজনীতিতে যোগ দিলেন অভিনেতা সৌরভ দাস। রবিবার আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সদস্য হলেন টলিপাড়ার এই জনপ্রিয় তারকা।
বাংলা ধারাবাহিক ‘বয়েই গেল’র মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন সৌরভ। এরপর ‘গ্যাংস্টার’, ‘ফাইনালি ভালবাসা’, ‘সোয়েটার’, ‘চিনি’র মতো সিনেমায় তাঁর অনবদ্য অভিনয় দর্শকের মন জয় করে নেয়।
সিনেমার চেয়েও বেশি সৌরভের জনপ্রিয়তা ওয়েব দুনিয়ার দর্শকের কাছে। ‘চরিত্রহীন’-এর সতীশ, ‘মন্টু পাইলট’-এর মন্টু থেকে ‘রহস্য রোমাঞ্চ সিরিজ’-এর মরা, প্রত্যেক চরিত্রে সৌরভকে দর্শকদের ভালবাসা পেয়েছেন। সৌরভের অভিনয়ের প্রশংসা করেন টলিউডের অনেক তারকাই।
আরও পড়ুনঃ গণ বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে ২ ফেব্রুয়ারি ফালাকাটায় মুখ্যমন্ত্রী
অভিনেতা সৌরভ দাস যে রাজনীতিতে যোগ দিতে পারেন, সেই খবর আগেই ছড়িয়েছিল। অভিনেতার জন্মদিনে এনিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, আগে থেকে তাঁর পক্ষে কিছু বলা সম্ভব নয়। এমন কিছু হলে প্রকাশ্যেই জানাবেন তিনি। নিজের সেই উত্তরে রাজনীতিতে যোগ দেওয়ার কথা সরাসরি না বললেও অস্বীকার করেননি সৌরভ।
আরও পড়ুনঃ রাজ্য মন্ত্রীসভা থেকে পদত্যাগ রাজীবের
তারপরই তিনি বলেন, “সামনে ভোট, এখন অনেক কাদা ছোঁড়াছুড়ি হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি জানি, সবকিছু ঠিকই থাকবে। আলটিমেটলি একটা জিনিস বিশ্বাস করি যে হৃদয় দিয়ে কাজ করলে সবকিছু ঠিকই হয়। আমি জানি যে বাংলা বেঁচে উঠবে, বাংলা ভাল থাকবে।” এই বিশ্বাস নিয়েই এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584