তমলুকে মনোনয়নপত্র জমা দিলেন অভিনেতা সোহম

0
157

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তী।মনোনয়নপত্র জমা দেওয়ার আগে চন্ডীপুর গোবর্ধনপুরের মসজিদের কাছ থেকে পদযাত্রা শুরু হয়ে চন্ডীপুর বাজার হয়ে থানার সামনের মাঠে দুর্গা মন্দিরের এসে শেষ হয়।

soham chakraborty | newsfront.co
অভিনেতা সোহম চক্রবর্তী ৷ নিজস্ব চিত্র

সোহম চক্রবর্তী সেখানে দুর্গা মন্দিরে পুজো দেন। তারপর সেখান থেকে সোজা তমলুক ডিএম অফিসে এসে মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিলেন চন্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য।মনোনয়পত্র জমা দিয়ে এসে অভিনতো তথা প্রার্থী সোহম সংবাদমাধ্যমের সামনে বলেন খেলা হচ্ছে, চন্ডীপুরে খেলা হবে।

আরও পড়ুনঃ রাম মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা তৃণমূলের প্রদীপ সরকার

পাশাপাশি যেসব পুরোনো কর্মী মনঃক্ষুন্ন হয়েছেন তাদের বোঝাবো কোথায় যাব এবং তাদের সঙ্গে কথোপকথন করব কারণ যুদ্ধটা আমাদের সবার আমার একার নয়, পাশাপাশি দলের পুরোনো কর্মীদের সম্মান জানানো আমাদের কর্তব্য, এমনটাই জানালেন চন্ডীপুরের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা সোহম চক্রবর্তী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here