শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
প্রখ্যাত অভিনেতা ইয়াফেট কোটোর জীবনাবসান। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮১ বছর। দীর্ঘ অভিনয় জীবনে বহু ধরণের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনয় জীবনে উল্লেখযোগ্য, ‘লিভ এন্ড লেট ডাই’ ছবিতে জেমস বন্ড-এর খলনায়ক চরিত্র; কল্পবিজ্ঞান বিষয়ক ছবি ‘এলিয়েন’ এর মুখ্য চরিত্রে অভিনয় তাঁকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছিল।
কোটোর স্ত্রী টেসি সিনাহন গত সোমবার তাঁর ফেসবুক পেজে অভিনেতার মৃত্যু সংবাদ জানিয়ে লেখেন, “ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করলেও তুমি আজীবন আমার ও বহু অনুরাগীর কাছে আজীবন নায়ক হয়েই থেকে যাবে।”
ইয়াফেট ফ্রেডরিক কোটো- চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ ‘নাথিং বাট এ ম্যান’ (১৯৬৪) ছবির মাধ্যমে। এরপর ‘দ্য থমাস ক্রাউন এফেয়ার’ (১৯৬৮), এছাড়া প্রথম মঞ্চাভিনয় বোস্টন প্রোডাকশনের ‘ওথেলো’ নাটকে ১৯৬০ সালে।
আরও পড়ুনঃ অডিও ক্যাসেটের জন্মদাতা ল্যু ওটেনসের জীবনাবসান
কোটো প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা যিনি জেমস বন্ডের ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেন, ‘লিভ এন্ড লেট ডাই’ ছবিতে ডিক্টেটর ডক্টর কানাঙ্গা চরিত্রে। এছাড়া, একটি ডিস্টপিয়ান থ্রিলার ছবি, ‘রানিং ম্যান’ – এ তাঁর অসামান্য অভিনয় আরনল্ড সোযারজেনেগারের শ অভিনেতা হিসেবে।
ইয়াফেট কোটোর বাবা ছিলেন ক্যামেরুনের এক রাজ পরিবারের সন্তান এবং মা নিউ ইয়র্কে কর্মরত নার্স।ইয়াফেট কোটোর জীবনী ‘দ্য রয়্যালটি’-তে তিনি বলেন যে তাঁর পরিবার কোনভাবে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সম্পর্কিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584