গীতশ্রীর টেলিব্যাক

0
346

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

‘রাশি’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় অভিষেক ঘটে অভিনেত্রী গীতশ্রী রায়ের৷ এরপর ‘দেবীপক্ষ’, ‘নিশির ডাক’, ‘জামাই রাজা’তে অভিনয় করেন তিনি। এরপর লম্বা ব্রেক নেন টেলিপর্দা থেকে। ব্যস্ত ছিলেন বড় পর্দা এবং ফোটো শুটে। এবার ফের ছোটপর্দায় গীতশ্রী।

Geetashree Ray
রুষার চরিত্রে গীতশ্রী রায়। ছবি ফেসবুক

আজ থেকে স্টার জলসায় শুরু হচ্ছে ‘মন ফাগুন’। সেখানে শন বন্দ্যোপাধ্যায়ের দিদি অথবা বোনের চরিত্রে থাকবেন গীতশ্রী। পজিটিভ চরিত্র। মজাদার খুব। পরিবারের সঙ্গে ভীষণরকমভাবে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকেন তিনি। তাঁর চরিত্রের নাম রুষা।

আরও পড়ুনঃ বাংলা রিয়্যালিটি শোয়ে মঞ্চ কাঁপালেন সানি লিওনি

চ্যানেল আয়োজিত প্রেস কনফারেন্সে এসে গীতশ্রী বলেন- “হঠাতই একদিন স্নিগ্ধা দি (অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্ট-এর কর্ত্রী) ফোন করে বলেন, একটা রোল আছে করবি? লিড নয় কিন্তু। স্নিগ্ধা দি’র উপর আমার ভরসা আছে তিনি আমাকে গুরুত্বহীন কোনও রোল দেবেন না। তাই এক কথায় রাজি হয়ে যাই আমি।”
আজ থেকে শুরু হচ্ছে ‘মন ফাগুন’। প্রতিদিন রাত সাড়ে ৮ টায়, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here