কালীঘাটের রেডলাইট এরিয়ার পাশে ঋতুপর্ণা সেনগুপ্ত

0
96

নবনীতা দত্তগুপ্ত,কলকাতাঃ

করোনা, আমফানের দাপটের সময়ে বরাবরই মানুষের পাশে দাঁড়িয়েছেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। যা আজও অব্যাহত। করোনা যখন এ দেশে সাম্রাজ্য বিস্তার করছে তখন তিনি এ দেশে না থাকলেও রাজ্যের মানুষের জন্য সাহায্যের কাজে হাত বাড়িয়ে দিয়েছেন। পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছেন তিনি। তবুও কলকাতার মানুষদের জন্য মন কাঁদে ইন্ডাস্ট্রির ঋতু দি’র।

Avirup sengupta | newsfront.co
সৌজন্যেঃ অভিরুপ সেনগুপ্ত’র ফেসবুক পেজ

সম্প্রতি নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্তের স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রয়াস’-এর সঙ্গে হাত মিলিয়ে কালীঘাটের রেড লাইট এরিয়ার যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন ঋতুপর্ণা। ওই এলাকার ২০০ জন মহিলার হাতে স্যানিটারি ন্যাপকিন, চাল-ডাল-তেল-সহ মুদি মশলা সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয় তাঁর তরফ থেকে। এলাকার বাচ্চাদের পাউরুটি, দুধ ও বিস্কুট দেওয়া হয়েছে।

Social works | newsfront.co
সৌজন্যেঃ অভিরুপ সেনগুপ্ত’র ফেসবুক পেজ

প্রসঙ্গত, ঋতুপর্ণার সঙ্গে এই কাজে হাত মিলিয়েছেন বালিগঞ্জ শিক্ষা সদনের প্রিন্সিপাল সুনীতা সেন, ডিজাইনার পাপড়ি জৈন, সমাজকর্মী মহুয়া রায়, পিয়ালী দত্ত, সীমন্তী দাস, মধুমিতা ঘোষ, অর্ণব দত্ত।

আরও পড়ুনঃ ‘রোটারি ক্লাব’ এবং ‘ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল’-এর উদ্যোগে ভ্যাকসিন প্রদান

কালীঘাট রেড লাইট এরিয়ার পাশাপাশি রবীন্দ্র সরোবর, গড়িয়াহাট ফ্লাইওভার সংলগ্ন এলাকা এবং শহীদ স্মৃতি কলোনিতেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ‘প্রয়াস’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here