স্বৈরিতীর কামব্যাক

0
396

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মা হওয়ার পর লম্বা ব্রেক নিয়ে টেলিভিশনে ফিরলেন অভিনেত্রী স্বৈরিতী ব্যানার্জি। গত বছর ২৮ জুন, কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। এরপর টানা দেড় বছরের ব্রেক নেন তিনি।শঙ্কর চক্রবর্তীর মেয়ের ভূমিকায় ‘দেশের মাটি’ ধারাবাহিকে ফিরলেন স্বৈরিতী।

actress | newsfront.co
‘দেশের মাটি’তে স্বৈরিতী ব্যানার্জি

এখানে তাঁর নাম নীল পাখি। সমাজবিদ্যা নিয়ে লেখাপড়া করেছে সে। স্বরূপনগরের আনাচকানাচ, সংস্কৃতি, সামাজিক অবস্থান সে জানতে চায়৷ স্বরূপনগরের মানুষের সঙ্গে সে মিশতে চায়৷ এহেন ইচ্ছাপ্রকাশে নিমেষেই রাজার মন জয় করে নেয় সে।ওদিকে বউরানির স্বামী নীল পাখির বাবা। বউরানির মনের ভিতরে চলছে উথাল পাথাল। তাকে ত্যাগ দিয়ে যে মানুষটা একদিন ঘর ছেড়েছিল, সেই ঘর এতদিন আগলে রেখেছে সে।

sairity banerjee | newsfront.co

আজ এতবছর পর তার ফিরে আসা দেশের মাটিতে। বাকিটা সময় বলবে৷ তবে, লেখিকা গল্পে মোচড় নিয়ে আসছেন তা বলা বাহুল্য।’নিশির ডাক’-এর পর স্বৈরিতীর এটি কামব্যাক মেগা। ‘নিশির ডাক’-এ তাঁকে এক পিশাচিনীর ভূমিকায় অদ্ভুত এক সাজে দেখেছে দর্শক।

আরও পড়ুনঃ “ডাণ্ডায় ঠাণ্ডা হয় সব”- ইমন

এবার সে একেবারে ছিমছাম, টিপটপ লুকে। আশা করা যায় চরিত্রটি পজিটিভ। সময় এগোলে বোঝা যাবে চরিত্রের ধরন। তবে, নীল পাখিকে ঘিরে মাম্পির মনে একটা দোলাচল থাকবে তা দর্শক ভালই বুঝতে পারছে।’দেশের মাটি’ দেখুন প্রতিদিন সন্ধে সাড়ে ৬ টায়, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here