“আমি নায়িকা হতে আসিনি, অভিনেত্রী হতে এসেছি”, অপমানজনক নিউজ ফিডের জবাব শ্রুতির

0
158

নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ

ফের নোয়াকে অর্থাৎ শ্রুতি দাসকে কটাক্ষ করে গলা ফাটাচ্ছে নেট দুনিয়া। তাঁকে গল্পের নায়িকা হিসেবে যেন এক দল নেট নাগরিক মেনেই নিতে পারছে না। একই সঙ্গে নোয়া-কিয়ানের জুটি নিয়েও তাদের মহামূল্যবান মতামত পেশ করে চলেছে প্রতিনিয়ত।

shruti das | newsfront.co
ছবিঃ শ্রুতির ফেসবুক

তার থেকে বরং রাজা-মাম্পির জুটি তাদের কাছে বেশি আদরের ৷ তা হতেই পারে ৷ কিন্তু এতে নোয়া-কিয়ানের কী করার আছে বলুন তো? গল্পের ঝাঁঝ অনুযায়ী ঠিক করা হয় চরিত্র এবং তার লুক। ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ থাকতেই পারে কিন্তু তার জন্য দিনের পর দিন এক অভিনেত্রীকে কটাক্ষ করা অপনানের চেয়েও বড় কিছু। কিন্তু নোয়া থুড়ি শ্রুতি চুপ করে বসে থাকার কন্যে নন। তিনি সময়মতো সব কথার জবাব দেন। এবারও দিয়েছেন।

shruti das facebook post | newsfront.co
শ্রুতির ফেসবুক পোস্ট

সোশ্যালে ফের তাকে নিয়ে নানা অপমানজনক কথার তুফান উঠেছে ৷ যোগ্য জবাবও দিয়েছেন শ্রুতি। শ্রুতি লিখেছেন, আবারও ক্রমাগত “নোয়াকে নায়িকা মানছি না মানব না ” মার্কা পোষ্টে আমার নিউজ ফিড নোংরা হচ্ছে। ‘বয়কট স্টার জলসা’, ‘বয়কট দেশের মাটি’ এসব আমায় শুনিয়ে খুব একটা আশানুরূপ ফল পাবেন বলে মনে হয়না।

আরও পড়ুনঃ শুরু হয়েছে ‘নির্ভয়া’র শুটিং, টুইট করলেন প্রিয়াঙ্কা স্বয়ং

actress shruti das | newsfront.co
শ্রুতি দাস
noya , kiyan | newsfront.co
নোয়া-কিয়ান

আমি নায়িকা হতে আসিনি, অভিনেত্রী হতে এসেছি যিনি/যারা আমায় যথাযথ চরিত্র দিয়েছেন আমি তাঁর/তাঁদের প্রতি কৃতজ্ঞ। আর আমি নিজেকে নায়িকা বলে দাবীও করিনা তাই “TAG Shruti Das TO REACH OUR WORDS TO HER” বলে just কোনো লাভ নেই। সুস্থতা কামনা করি পোষ্ট দিয়েও কোনো লাভ নেই জানি তবু আমি থামতে শিখিনি।

আরও পড়ুনঃ ‘এসভিএফ’-এর পাঁচফোড়ন! পাঁচটি নতুন ছবির মুক্তির দিন ঘোষণা করল সংস্থা

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় যারা এহেন আপত্তিকর মতামত পেশ করে তাদের কথায় সেভাবে গুরুত্ব দেন না লীনা গঙ্গোপাধ্যায়। এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে নিজেই জানিয়েছিলেন সেই কথা। তাঁর কলম চলে তাঁর নিজস্ব ভাবনায়, নিজস্ব কায়দায় ৷ ‘দেশের মাটি’ও এগিয়ে চলেছে তাঁর ভাবনার কারিকুরিতে। তাই শ্রুতিও নিন্দুকদের মুখে এক প্রকার ঝামা ঘষে দিয়ে লিখেছেন- “বয়কট স্টার জলসা, বয়কট দেশের মাটি এসব আমায় শুনিয়ে খুব একটা আশানুরূপ ফল পাবেন বলে মনে হয়না।” ‘দেশের মাটি’ দেখুন প্রতিদিন সন্ধে সাড়ে ৬ টা, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here