আট মাসেই মোহভঙ্গ, বিজেপি ছাড়লেন শ্রাবন্তী

0
94

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

এবার বিজেপি ছাড়লেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টুইট করে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সব সম্পর্কের বিচ্ছেদ ঘটালেন অভিনেত্রী। গত বিধানসভা নির্বাচনে হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেহালা পশ্চিম থেকে দাঁড়িয়ে ছিলেন শ্রাবন্তী। নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে। আজ অবশেষে দল ছাড়লেন অভিনেত্রী।

Srabanti Chatterjee
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

এদিন শ্রাবন্তী টুইটে লেখেন, ‘যে দলের হয়ে গত নির্বাচনে লড়ে ছিলাম, সেই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। বাংলার জন্য তাদের কাজ করার মনোভাব ও আন্তরিকতার অভাব রয়েছে।’

প্রসঙ্গত, গত ১ মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। এরপর কখনও বিরোধী দল আবার কখনও নিজের দলের অর্থাৎ বিজেপির কর্মীরাই অভিনেত্রীর উদ্দেশ্যে নানা মন্তব্য করেন। এর কিছুদিন পর শ্রাবন্তীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বিজেপি ত্যাগ করেন। সেই সময়ই প্রশ্ন উঠছিল যে, এবার কি শ্রাবন্তীও বিজেপি সঙ্গ ছাড়বেন? এরমধ্যেই গত আগস্ট মাসে শ্রাবন্তীকে জন্মদিনের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই শুভেচ্ছার বার্তা চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্রাবন্তী। আর এতেই গেরুয়া শিবিরের সঙ্গ ত্যাগের জল্পনা আরও বাড়তে থাকে। তারপর আজ এই সিদ্ধান্ত নেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ মন্ত্রী সুব্রত সাহার উপর হামলার অভিযোগ দুষ্কৃতীর বিরুদ্ধে

এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অভিনেত্রী কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন তা জানা নেই তার। এখন প্রশ্ন একটাই, এবার কি তাহলে ‘দিদি’কে অনুসরণ করে তৃণমূলে আসবেন তিনি!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here