ফের খল চরিত্রে স্বাগতা মুখার্জি

0
267

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাংলা টেলিভিশনে খল চরিত্রেই তাঁকে বেশি পেয়েছে দর্শক। যদি খুব না ভুল বলে থাকি, তা হলে ‘কাজললতা’ ধারাবাহিকে তাঁকে খানিকটা হলেও পজিটিভ রোলে পেয়েছে দর্শক। তবে, সেই চরিত্রের মধ্যেও একটা অন্য শেড ছিল। নাতনিকে নিয়ে অতিমাত্রায় সচেতন ছিল তাঁর চরিত্রটি। মজাও ছিল সেখানে। তবে, যে কোনও চরিত্রেই সাবলীল এবং অসামান্যা তিনি।

Swagata Mukherjee
কালরুদ্রাণী রূপে স্বাগতা মুখার্জি

নেগেটিভ রোলের ক্ষেত্রে বলতেই হয়, তাঁর চরিত্রে প্রতিবারই নতুনত্ব দেখেছে দর্শক। একরকমের খল চরিত্র করেননি তিনি কখনও। খল চরিত্রের মধ্যেও মজা দিয়েছেন দর্শককে। এক কথায় ‘জাত অভিনেত্রী’ তিনি। তাঁর অভিনয় সৌকর্য নিয়ে শব্দ সংখ্যা বাড়ানোর সাহস এই লিখিয়ের নেই। তাই কথা না বাড়িয়ে তাঁর আগামী টেলি জার্নির খবরটা দিই এই কলমে।

Jay Mukherjee Swagata Mukherjee
জয় মুখার্জির সঙ্গে স্বাগতা মুখার্জি

‘সুরিন্দর ফিল্মস’ নিবেদিত ‘বিক্রম ও বেতাল’ ধারাবাহিকে  ‘কালরুদ্রাণী’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্বাগতা মুখার্জিকে। সদ্য টেকনিশিয়ান স্টুডিওতে শুটিং করলেন অভিনেত্রী। সোশ্যালে তিনি লিখেছেন- “কালরুদ্রাণী। শেষের পরে শুরুর খবর।” ‘বিক্রম ও বেতাল’ ছাড়াও স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত আসন্ন ধারাবাহিক ‘সর্বজয়া’তে অভিনয় করছেন স্বাগতা। সেখানেও সেই ভিলেনি ইমেজ তাঁর।

আরও পড়ুনঃ অগাস্টের ৬-তে ঘটবে ‘কালিম্পং ক্রাইমস’

Rimo Banerjee Swagata Mukherjee
পরিচালক রিমো ব্যানার্জির সঙ্গে স্বাগতা মুখার্জি

‘বিক্রম ও বেতাল’ ধারাবাহিকটি পরিচালনা করছেন রিমো ব্যানার্জি। টেকনিশিয়ান্স-এ চলছে ‘বিক্রম ও বেতাল’ ধারাবাহিকের শুটিং। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে স্বাগতা মুখার্জি সহ শুভাশিস মুখার্জি, জয়শ্রী মুখার্জি, অদ্রিজা রায়, সুতীর্থ সাহা, জয় মুখার্জি সহ আরও অনেককে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here