ভারতের হারের জন্য পৃথ্বীকে দায়ী করছেন গিলক্রিস্ট

0
67

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অ্যাডিলেডে বর্ডার গাভাসকারর ট্রফির প্রথম দুই দিন টানটান উত্তেজনার খেলা হলেও তৃতীয় দিনে পুরো হিসেব বদলে যায়। অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের দুর্ধর্ষ বোলিংয়ে তাসের ঘরের মত ভেঙে পরে ভারতীয় ব্যাটিং লাইন আপ। মাত্র ৩৬ রানে অল আউট হয়ে লজ্জার ইতিহাস তৈরি করে ভারতের তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ।

adam gilchrist | newsfront.co

এই ব্যর্থতার জন্য বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের খারাপ পারফরম্যান্সকেই দায়ী করছেন অনেকেই। কিন্তু অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট মনে করেন, পৃথ্বীশ’র খারাপ পারফরম্যান্সের ভারত বারংবার ব্যাকফুটে চলে যাচ্ছে। দুই ইনিংসে রান করতে পারেননি। তার মধ্যে আবার সহজ ক্যাচ ফস্কেছেন।

আরও পড়ুনঃ ক্রিকেটে কখনও কখনও এমন হয় বলছেন পৃথ্বী

জনপ্রিয় সংবাদপত্র মিড ডে পত্রিকায় নিজের কলামে গিলি লিখেছেন, “দুই ইনিংসেই পৃথ্বীশয়ের দ্রুত আউট হওয়াটা ভারতীয় টিমকে ব্যাকফুটে পাঠিয়ে দিচ্ছে। গত ভারত সফরেও পৃথ্বী শ এই দলের সদস্য ছিলেন, ফলে এই তরুণ ক্রিকেটারকে নিয়ে প্রচুর উত্তেজনা এবং আশা গড়ে উঠেছিল।

আরও পড়ুনঃ ক্রিকেটে কখনও কখনও এমন হয় বলছেন পৃথ্বী

আর এর অর্থ হল ওর টেকনিক নিয়ে প্রচুর বিশ্লেষণ হয়েছে এবং একটি স্বচ্ছ পরিকল্পনা চলে এসেছে যেখানে এই তরুণ ক্রিকেটারের ব্যাট ও প্যাডের মাঝের গ্যাপটিকে ব্যবহার করতে হবে, আর এটিই এই তরুণ ক্রিকেটারের জন্য বড় চিন্তার।”

শুধু তাই নয়, পৃথ্বীর টেকনিক অস্ট্রেলিয়ার মাটিতে চলবে না, এমনটাই দাবি করেছেন গিলক্রিস্ট। আর এর ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্টের অন্য অপশন দেখা উচিত বলে মনে করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here