নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিশ্বের সেরা ছ’য়ে উঠে এল অন্যতম সেরাম ইন্সটিটিউটের একজিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালার নাম। জনপ্রিয়তার নিরিখে এশিয়ার মধ্যে সেরাদের নাম প্রকাশ করছে সিঙ্গাপুরের একটি দৈনিক। সেই তালিকাতেই রয়েছেন পুনাওয়ালা। অতিমারী ঠেকাতে তাঁর অগ্রগণ্য ভূমিকার জন্যই এই সাফল্য বলে জানানো হয়েছে। শুধু ভারত নয়, বিশ্বের বাজারেও অন্যতম ভ্যাকসিন নির্মাতা সংস্থা হল সেরাম ইন্সটিটিউট।
অক্সফোর্ডের সঙ্গে চুক্তি করেই ভারতের বাজারে করোনা টিকা কোভিশিল্ড তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই যার ট্রায়াল চলছে। ভারতে যেসব সংস্থা করোনা টিকা তৈরি করছে তার মধ্যে এগিয়ে রয়েছে সেরামের কোভিশিল্ড। সাধারণের নাগালে যাতে করোনা টিকা থাকে তার জন্যও সেরাম বদ্ধপরিকর বলে জানানো হয়েছে। প্রতি বছর প্রায় ১০০ কোটি ডোজ টিকা সেরাম তৈরি করতে সক্ষম। এর মধ্যে এখনই প্রায় ৪ কোটি ডোজ তৈরি হয়ে গিয়েছে বলে দাবি করেছেন পুনাওয়ালা।
আরও পড়ুনঃ নয়া কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের কর্মসূচি তৃণমূলের
‘এশিয়ান অফ দ্য ইয়ার’এর সেরা পাঁচের প্রথমেই জায়গা পেয়েছেন, সার্স-২ ভাইরা জিনের গঠন প্রকাশ্যে আনা গবেষক ঝ্যাং ইয়েংঝেং, তালিকায় দ্বিতীয় চিনের মেজর জেনারেল চেং ওয়েই রয়েছেন, জাপানের চিকিৎসক মোরিশিতা ও সিঙ্গাপুরের গবেষক ইয়ং রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী জুং জিন রয়েছেন পঞ্চম স্থানে। করোনা ভাইরাস রোখার চেষ্টার এদের ভূমিকা অনস্বীকার্য বলে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584