রিচা দত্ত,বহরমপুরঃ
জোর কদমে চলছে প্রচারকাজ।বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে প্রতিটা দিন ছুটে চলেছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের চারবারের বিদায়ী সাংসদ এবং কংগ্রেস মনোনীত প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।এবছরে তাঁর প্রতিদ্বন্দ্বী এককালের সহযোদ্ধা স্নেহধন্য বর্তমানে তৃণমূল দলের প্রার্থী অপূর্ব সরকার।
আরও পড়ুনঃ অধীরকে আমরাই অধীর করেছি,কর্মীসভায় বললেন আবু তাহের খান
একদিকে শাসক তৃণমূল যখন অধীর মুক্ত বহরমপুরের শপথ নিয়েছে তারই পাশাপাশি রয়েছে বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়ারদার আর্যও।লড়াই যতই জোরদার হোক জয়ের বিষয়ে প্রত্যয়ী অধীর।নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকে সভা সমিতিতে ঘোষণা করে আসছেন তাঁর বিরোধী প্রার্থী হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চান তিনি।
অধীরের প্রত্যয় যে ফাঁকা ফানুস নয় তা প্রচার গুলি থেকেই কিছুটা আন্দাজ করা যায়।আজ বহরমপুর কাশিমবাজার এলাকায় প্রচারেও দেখা গেলে উদ্দীপনা।পূর্বের সেই ফেটে পড়া উচ্ছ্বাসে ভাটা পরলেও উদ্দীপনা এখনও আছে।এখন দেখার এটাই যে জনতার ভোটে সত্যিই বহরমপুর অধীর মুক্ত হয় কি না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584