আপনি সব নিয়ম ভেঙেছেন, অমিতকে সংসদে বিঁধলেন অধীর

0
972

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

জম্মু কাশ্মীর নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি যখন সরগরম অবস্থায় সেই সময় লোকসভায় আরও একবার বিজেপিকে এক হাত নিলেন লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

Amit Adhir | newsfront.co
ফাইল চিত্র

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে প্রশ্ন ছুঁড়ে কাঠগড়ায় দাঁড় করালেন অধীর রঞ্জন চৌধুরী।

তিনি বলেন ,‘‘আমার মনে হয় না, আপনি পাক অধিকৃত কাশ্মীরের কথা ভেবেছেন। আপনি সব নিয়ম ভেঙেছেন। একটা রাজ্যকে রাতারাতি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছেন। জম্মু-কাশ্মীর কীভাবে আভ্যন্তরীণ বিষয় হতে পারে, যেখানে এটা দ্বিপাক্ষিক ইস্যু। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি করেছেন।কেন এই পরিস্থিতি তৈরি হল?’’

অধীরের এই কথার প্রসঙ্গে অমিত শাহ প্রশ্ন করেন ,”কেন আপনি মনে করেন না, এটা আভ্যন্তরীণ বিষয়?”

সিমলা চুক্তি ও লাহোর ঘোষণার প্রসঙ্গ তুলে অধীর চৌধুরী আবারো বিজেপিকে আক্রমণ করে বলেন ,”আপনি বলছেন, এটা আভ্যন্তরীণ বিষয়। কিন্তু ১৯৪৮ সাল থেকে রাষ্ট্রসংঘ গোটা বিষয়টি নজরে রেখেছে। তাহলে এটা কী করে আভ্যন্তরীণ বিষয়? আমরা সিমলা চুক্তি ও লাহোর ঘোষণা সই করেছিলাম। সেটা কি আভ্যন্তরীণ বিষয় ছিল না কি দ্বিপাক্ষিক? এস জয়শংকর কয়েকদিন আগে মার্কিন বিদেশসচিব মাইক পম্পেওকে বলেছিলেন, কাশ্মীর একটা দ্বিপাক্ষিক বিষয়। ফলে হস্তক্ষেপ করবেন না। জম্মু-কাশ্মীর কি তবে আভ্যন্তরীণ বিষয় হতে পারে? আমরা জানতে চাই। সমগ্র কংগ্রেস দল জানতে চায়’’।

আরও পড়ুনঃ স্থানীয় বিজেপি নেতাকে পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তবে কাশ্মীর পুনর্গঠন নিয়ে তাদের সিদ্ধান্তে অনড় থেকে অমিত শাহ অধীরের আক্রমণের পাল্টা জবাবে জানান “আমি একটা ব্যাপারে স্পষ্ট করে জানাতে চাই যে, জম্মু-কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। যার প্রমাণ রয়েছে দেশ ও জম্মু-কাশ্মীরের সংবিধানে…এখানে স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে, জম্মু-কাশ্মীর দেশের অবিচ্ছেদ্য অঙ্গ। তাই কোনও পদক্ষেপের জন্য কেউ আমাদের আটকাতে পারেন না’’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here