নিজস্ব প্রতিবেদক, নিউজফ্রন্ট: মুখ্যমন্ত্রী যতই হাইকমান্ডের সঙ্গে সখ্যতা গড়ে তুলুন, যতই কংগ্রেস প্রার্থীর দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিন, তিনি যে অবস্থানবদলাবেন না তা বুঝিয়ে দিলেন অধীরবাবু। রাজ্যসভার ভোট থেকে পাহাড় পরিস্থিতি, বন্যা পরিস্থিতি থেকে ভাঙনের রাজনীতি- একযোগে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন তিনি।
আজ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর মতে নিজেদের স্বার্থেই রাজ্যসভায় কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছে তৃণমূল। রাজ্যসভার ওই আসনে কংগ্রেসেরই, কংগ্রেসই জিতবে।
আগুনে পুঁড়ছে পাহাড়। মুখ্যমন্ত্রী এর দায় এড়াতে পারে না। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর কোনও সদিচ্ছা নেই পাহাড়ে শান্তি ফেরানোর। আসলে রাজনৈতিক ফায়দার লক্ষ্যেই তৃণমূল আর মোর্চা লড়াই চালাচ্ছে। পাহাড়ের মানুষের কথা ভাবছে না সরকার। ভাবছে না ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা।
বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বন্যা ম্যান মেড হোক বা গড মেড হোক ত্রাণ বণ্টন নিয়ে এত গড়মসি কেন। কেন মানুষ ত্রাণ পাচ্ছেন না। দক্ষিণবঙ্গজুড়ে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে, সর্বত্র ত্রাণ পাঠানো হচ্ছে না। মানুষ খেতে পাচ্ছে না। ত্রাণ শিবিরে হাহাকার পড়ে গিয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী ডিভিসি-র ঘাড়ে বন্যার দায় চাপাতেই ব্যস্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584