ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
কেন্দ্রীয় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত হলেন লোকসভায় কংগ্রেসের নেতা পশ্চিমবঙ্গের বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
আজ লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লা পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে কংগ্রেসের পক্ষ থেকে অধীর রঞ্জন চৌধুরীকে নিযুক্ত করেন। এই পদে এর আগে নিযুক্ত ছিলেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে।
উল্লেখ্য,১৯৬৭ সালের পর থেকে লোকসভার স্পিকার কর্তৃক কেন্দ্রীয় পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদের জন্য লোকসভার বিরোধী পার্টির সদস্যদের বাছাই করা হয়। এরপর থেকে এখনও পর্যন্ত এই রীতি অব্যাহত রয়েছে।
পাবলিক একাউন্টস কমিটি কমিটিতে রয়েছেন ১৫ জন লোকসভার সদস্য এবং ৭ জন রাজ্যসভার সদস্য। লোকসভার এই ১৫ জন সদস্যের মধ্যে ৯ জন রয়েছেন বিজেপি থেকে। কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন একমাত্র অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুনঃ গোপিবল্লভপুরে ব্ল্যাকমানি ফেরতের দাবিতে তৃণমূলের মিছিল
উল্লেখ্য এই কমিটির কাজ হলো সরকারের বিভিন্ন খাতের বার্ষিক ব্যয় সম্পর্কিত হিসেব নিকেশের তদারকি করা ও সরকারের বার্ষিক অর্থনৈতিক জমা খরচের হিসেব রাখা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584