জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
আনিস খুনে উত্তাল রাজ্য রাজনীতি। পরিবারের দাবি, আমতা থানার পুলিশ পরিচয় দিয়ে তারা তিনতলা থেকে আনিসকে ফেলে দেয়। তার জেরেই মৃত্যু হয় আনিসের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই পরিস্থিতিতেই সিট গঠন করে ঘটনার তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। যদিও আনিসের বাবা সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। তিনি বলেন, “দিদি বলছেন, আনিসের হত্যায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আমি খুব খুশি হব যেদিন ওদের আদালতে পেশ করে বিচার শুরু হবে। আসামি তো ওঁরা।”
আনিসের বাবার মতামতকে সমর্থন জানিয়ে বুধবার বিকেলে কান্দি পৌরসভায় ভোট প্রচারে এসে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমরা চাই কোর্টের জজের নজরদারিতে সঠিকভাবে স্বচ্ছ তদন্ত হোক।” এই মৃত্যুতে সারা দেশের বিবেক কেঁদে উঠেছে অথচ তিন দিন পর গ্রেপ্তার করতে হল কেন? রাজ্য সরকারের কাছে প্রশ্ন করেন অধীর চৌধুরী।
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ৬, ১৪ এবং ১৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে কান্দির তাতিপাড়া এলাকায় নির্বাচনী পথসভা সারলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুনঃ সিবিআই ছাড়া দ্বিতীয়বার মৃতদেহের ময়নাতদন্তে ‘না’ আনিসের বাবার
এদিন নির্বাচনী পথসভায় অধীর বাবু তার বক্তৃতার মাধ্যমে কংগ্রেস আমলে কান্দি পৌরসভার উন্নয়নের খতিয়ান তুলে ধরে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, কান্দিতে যে সমস্ত উন্নয়ন হয়েছে তার বেশিরভাগই কংগ্রেসের বোর্ড থাকাকালীন হয়েছে। তাই সেকথা মাথায় রেখে আপনারা নির্বাচন করবেন ভবিষ্যতে কান্দি পৌরসভা কার হাতে থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584