উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
আগামী ৮ই জানুয়ারি ধর্মতলা চলো’র ডাক দিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানান, চিটফান্ড কেলেঙ্কারির ক্ষতিপূরণের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও তৃণমূল ও বিজেপির গোপন আঁতাতের প্রতিবাদ করা হবে এদিনের মিছিল থেকে।
এই মিছিল শুরু হবে প্রদেশ কংগ্রেস দফতর থেকে দুপুর আড়াইটা নাগাদ। সর্বস্তরের কংগ্রেস কর্মীদের এই মিছিলে যোগ দেবার জন্য আহ্বান জানাচ্ছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব। অন্য দিকে অসম,কেরালা ও পশ্চিম বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রতি রাজ্যে তিনজন করে পর্যবেক্ষক নিয়োগ করল সর্বভারতীয় কংগ্রেস কমিটি।
আরও পড়ুনঃ মিলছে না সমাধানসূত্র, কৃষক আন্দোলন নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
এরাজ্যের তিন পর্যবেক্ষক হলেন বি কে হরিপ্রসাদ,অলমগীর আলম ও বিজয় ইন্দের সিংগ্লা। একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেলের দায়িত্ব দেওয়া হল প্রাক্তন বিধায়ক আব্দুল সাত্তারকে। বুধবার এবিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584