নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রাজনৈতিক মতভেদ ছিল, আছে আর থাকবেও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কঠোর সমালোচক কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কিন্তু রাজ্য প্রশাসনের সর্বময় কর্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য কোনওভাবেই বরদাস্ত করবেন না কংগ্রেস সাংসদ।
তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপি কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি। টুইট করে তিনি এ নিয়ে বিজেপিকে তোপ দাগলেন।
(2/2) প্রাক্তন তৃণমূল সাংসদ একদিন দিদিকে দেবী বলতেন, তার দয়াতে সাংসদ হয়েছিলেন, বিজেপি পার্টি ক্ষমা চাও। বাংলায় এসব চলবে না।
—— অধীর রঞ্জন চৌধুরী
— Adhir Chowdhury (@adhirrcinc) September 28, 2020
অধীর চৌধুরী টুইটে স্পষ্ট বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমার হাজারও অভিযোগ আছে ও থাকবে। অভিযোগ ব্যক্ত করার অধিকার আমার আছে। কিন্তু তাঁর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার কোনও অধিকার নেই। একজন মহিলার প্রতি বিজেপি নেতার অশালীন মন্তব্য বাংলার তথা ভারতীয় সংস্কৃতির অপমান বলে মনে করি। প্রাক্তন তৃণমূল সাংসদ একদিন দিদিকে দেবী বলতেন, তাঁর দয়াতে সাংসদ হয়েছিলেন। বিজেপি পার্টি ক্ষমা চাও। বাংলায় এসব চলবে না।”
আরও পড়ুনঃ অনুপমের মন্তব্যের বিরুদ্ধে এফআইআর
অনুপমের মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে তোলপাড় বাংলার রাজনৈতিক মহল। এমনকী বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ও বলেছেন, “দায়িত্ব থাকলে সতর্ক হয়ে কথা বলতে হয়।” সোমবার বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূলের উদ্বাস্তু সেল। যদিও নিজের মন্তব্য থেকে পিছু হঠতে নারাজ অনুপম।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে কেন্দ্রকে খোঁচা মুখ্যমন্ত্রীর, পালটা জবাব দিল বিজেপিও
গত রবিবার বারুইপুরে দলীয় সভায় যোগ দিয়েছিলেন বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। সেই সভায় কোভিড বিধি ভঙ্গ করেই বাড়তি জমায়েত হয়েছিল বলে অভিযোগ। সমর্থকদের অনেকের মুখেই মাস্ক ছিল না।
ওই সভাতেই অনুপম হাজরাকে করোনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি একটি বেফাঁস মন্তব্য করে বসেন। বলেন, “আমি ঠিক করেছি আমার যদি করোনা হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব।”
তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে হইচই শুরু হয়ে যায়। কেন এই কথা বলেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এরপরই শিলিগুড়ি থানায় অনুপমের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তৃণমূল উদ্বাস্তু সেল। এ নিয়েও পালটা মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির নতুন কেন্দ্রীয় সম্পাদক। বিষয়টি নিয়ে জল গড়িয়েছে বহু দূর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584