শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মিল নেই। মুখ্যমন্ত্রী লুকোচুরি বন্ধ করে মানুষকে করোনা পরিষেবা দিন। এই বিষয় নিয়ে এবার তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।সোমবার এক সাক্ষাৎকারে বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন বহরমপুরের কংগ্রেস সাংসদ।
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে করোনা সংক্রান্ত পরিষেবা পৌঁছে দিন। করোনা নিয়ে লুকোচুরি করা বন্ধ করুন। সত্যকে সত্য বলার চেষ্টা করুন।’ রাজ্যজুড়ে যেভাবে প্রতিদিন করোনার প্রকোপ বাড়ছে, তাতে আক্রান্ত হয়ে পড়েছে অনেকে। এমনকি প্রতিদিন বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন বহু মানুষ।
আরও পড়ুনঃ করোনা ভ্যাকসিন তৈরিতে সফল দাবি অক্সফোর্ডের
কোথাও বা রোগীরা মারা যাচ্ছেন শয্যার অভাবে, কোথাও আবার বিভিন্ন হাসপাতাল ঘুরতে ঘুরতে মৃত্যু ঘটছে রোগীর। আসলে সাধারণ মানুষের কাছেও করোনা পরিষেবার সঠিক তথ্য নেই। কোথায় কোন কোন কোভিড হাসপাতাল আছে, কোন হাসপাতালে বেড পাওয়া যাবে, তা জানত্ দিশেহারা হয়ে মানুষকে প্রতিদিন ঘুরতে হচ্ছে। আর সে কারণেই সাধারণ মানুষের এই দুর্ভোগের কথা জানিয়েই ক্ষোভ প্রকাশ করলেন অধীর চৌধুরী।
আরও পড়ুনঃ আরও ৬৭ লক্ষ মানুষকে ডিজিটাল রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত খাদ্য দফতরের
তিনি বলেন, ‘করোনা মোকাবিলা করতে স্বাস্থ্য পরিকাঠামোকে সুদৃঢ় করার কথা ছিল। কিন্তু স্বাস্থ্য পরিকাঠামো যেখানে যা ছিল, সেখানেই আছে। উলটে বড় বড় চিকিৎসক পর্যন্ত আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। মানুষের কাছে কোনো খবর নেই, করোনা হলে কোথায় যেতে হবে বা ফোন নাম্বার কি আছে, কাকে বলতে হবে, অ্যাম্বুল্যান্স কোথায় পাওয়া যাবে। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলিতে অতিরিক্ত পরিষেবা মূল্যের কারণে সাধারণ মানুষের যাবার উপায় নেই।”
অধীরের দাবি, “মুখ্যমন্ত্রী বলছেন মানুষ সহযোগিতা না করলে কি করে কি করবো? মানুষ সহযোগিতা করতে চায়। যত স্টেডিয়াম, অনুষ্ঠান বাড়ি, স্কুল-কলেজ সমস্ত কিছুকে কোয়ারেন্টাইন করুন। মুখ্য সচিব বলছেন, করোনা নিয়ন্ত্রণে আছে, বেডের অভাব নেই। মানুষ বলছে, কোনও কিছুই নাই। কোনটা ঠিক কোনটা নেঠিক বোঝা যাচ্ছে না। সরকারকে সাধারণ মানুষের স্বার্থে আরও বেশি স্বচ্ছ দায়িত্ব পালন করতে হবে। তথ্যের লুকোচুরি থাকলে চলবে না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584