সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
রাজ্যের ১০৮টি পুরসভার ১০২ টি পুরসভাতে জিতেছে তৃণমূল। অধীর গড় বহরমপুরে দাপট ঘাসফুলের। ২৮ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী ২২ টি ওয়ার্ডে এবং কংগ্রেস জয়ী ৬টি ওয়ার্ডে। গণনা শেষে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী। ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “বহরমপুর আপনার ঘর, এখানে বন্ধুত্বপূর্ণ ভাবে একটা নির্বাচন করান। এই ফলাফল স্বীকৃত হবে না। যদি আপনাকে এই শহরের ২৮ টি ওয়ার্ডেই না হারাতে পারি আমি অধীর চৌধুরী রাজনীতি করা ছেড়ে দেব।”

তিনি আরো বলেন, এই বাংলায় বেলা বারোটার পর আপনার নেতৃত্বে ভোট লুট হয়েছে, “সারা বাংলায় একসঙ্গে শুরু হয়েছে ভোট লুট। আমি দিদিকে বলতে চাই দিদি আপনি এত কমজোর হয়ে যাচ্ছেন কেন? আপনার ঘরের ভিতরে গৃহযুদ্ধ চলছে, আপনার ঘর ভাঙছে। আপনি আতঙ্কিত, তাই আপনি কোন রিক্স নিলেন না যদি এধার-ওধার হয়ে যায়। আপনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে তাই আপনি কোন রিক্স নিলেন না।’ দিদি আপনি ‘নো রিক্স’-এর খেলা খেললেন বলে জানালেন অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুনঃ হামরো পার্টি গঠন এবং শৈল শহরের পৌরসভা দখল, মাত্র তিনমাসে অর্জিত সাফল্য
সাংবাদিক বৈঠক থেকে এদিন চ্যালেঞ্জ জানালেন অধীর রঞ্জন চৌধুরী। বললেন, আপনি একটা মক ভোট করান, যদি আমি বহরমপুর শহরের ২৮ টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ডেও হেরে যাই তাহলে রাজনীতি করা ছেড়ে দেব। যদি আপনার সাহস থাকে তো আপনি মক ভোট করান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584