নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বাংলার তৃণমূল সরকার অধীর চৌধুরীকে বিভিন্ন রকম ষড়যন্ত্রে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে বলে আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জানালেন অধীর রঞ্জন চৌধুরী।
তিনি বলেন, “বেশ কিছুদিন আগে পন্ডিচেরিতে একটি গোষ্ঠীদ্বন্দ্বে একজন খুন হন। সেখানে অধীর চৌধুরীর নাম জড়িয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ওয়ারেন্ট ইস্যু করেছে অধীর চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পেলে তাকে গ্রেফতার করা হোক। বাংলার সবচেয়ে বড় চিটফান্ড সারদা।
বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে সেখানে নাকি অধীর চৌধুরী ৬ থেকে ৮ কোটি টাকা নিয়েছে।” তবে অধীর চৌধুরী বলেন তাকে বিভিন্ন কৌশলে ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুনঃ কৃষকদের ডাকা বনধকে সমর্থন জানিয়ে যুবলীগের ব্লক সম্মেলন দিনহাটায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারদার টাকা উদ্ধারের কথা ঘোষণা করেছিলেন কিন্তু এখনও সেটা উদ্ধার করা হয়নি। কংগ্রেস দল প্রথম সারদার তদন্তের জন্য সুপ্রিমকোর্টে যায়, অথচ সাড়ে সাত বছর পর তদন্তের কিনারা না হওয়ায় এই চক্রান্ত বলে মনে করছেন বহরমপুর সাংসদ।
দিদি আপনি রাজনীতি করুন, আপনি ভয় পেয়ে গেছেন। কংগ্রেস কর্মী এবং আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। লক্ষ চেষ্টা করলেও অধীর চৌধুরীর ভাবমূর্তি নষ্ট করতে পারবেন না বলে জানালেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584