নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শীতলকুচি কান্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে এবার হাইকোর্টে মামলা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অধীরের দাবি, যেহেতু গুলি কেন্দ্রীয় বাহিনী চালিয়েছে তাই তদন্তের ভার সিবিআই’কেই দেওয়া উচিত।
তিনি আরো বলেন, তদন্ত করার অধিকার নেই রাজ্য পুলিশের সিআইডি -র। শীতলকুচিতে মৃত্যু নিয়ে বিজেপি ও তৃণমূল রাজনীতি করছে। তাই মানুষের প্রকৃত সত্যটা জানা উচিত।ইতিমধ্যেই শীতলকুচি কাণ্ডের তদন্তভার নিয়েছে সিআইডি। একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে মাথাভাঙ্গা থানা থেকে প্রয়োজনীয় নথিও চেয়ে পাঠিয়েছে তারা।
আরও পড়ুনঃ শীতলকুচি কাণ্ডে সিআইডি’র রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় শীতলকুচির জোড়পাটকি ১২৬ নম্বর বুথে কেন্দ্র বাহিনী সিআইএসএফের গুলিতে প্রাণ হারায় ৪ ভোটার। সেই নিয়ে সরগরম হয় রাজ্য রাজনীতি। কমিশনের তরফে দাবি করা হয় বাধ্য হয়েই কেন্দ্র বাহিনী গুলি চালিয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওকে সামনে রেখে সরব হয় তৃণমূলসহ বেশ কিছু রাজনৈতিক দল।
ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের দাবি করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলার শুনানিতে শুক্রবার বিচারপতি টিবি রাধাকৃষ্ণানের বেঞ্চ সিআইডির কাছে আগামী ৫ই মে’র মধ্যে রিপোর্টও তলব করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584