সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
বেলডাঙা বড়ুয়া মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক সৌন্দর্য বৃদ্ধির জন্য সম্প্রসারণ করা হচ্ছে। আজ সেই সড়ক পরিদর্শনে বেলডাঙা গেলেন বহরমপুর লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
তিনি জানালেন, ন্যাশনাল হাইওয়ে অথরিটির সাথে কথা হয়েছে এইভাবে রাস্তা সম্প্রসারণের জন্য যেভাবে সাধারণ মানুষ সহযোগিতা করেছেন তার জন্য বেলডাঙার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। বহু মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেজন্য অথরিটির সঙ্গে কথা বলা হয়েছে এবং পৃথকভাবে পুরুষ ও মহিলা শৌচালয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। বরাবরই হাইওয়ে অথরিটিকে দাবি জানানো হয়েছে তবে যেভাবে সৌন্দর্যায়ন বৃদ্ধির জন্য মানুষ সহযোগিতা করছে তা সত্যিই প্রশংসনীয়।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ যাত্রী নিয়ে রবিবার থেকে লোকাল ট্রেন চালুর নির্দেশ নবান্নের
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584