জনমত সমীক্ষার তত্ত্বকে অস্বীকার অধীরের

0
76

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আজ মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন অধীর রঞ্জন চৌধুরী। এখনও পুরসভার ভোট হয়নি, আর সেই সব পুরসভার প্রশাসক হিসেবে সমস্ত রাজনৈতিক নেতারা রয়েছেন। যারা আগামী ভোটের সময় শাসক দলের হয়ে কাজ করবেন বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে সেই সব প্রশাসকদেরকে সরিয়ে নিতে হবে বলে দাবি করেন বহরমপুর সাংসদ।

Adhir Chowdhury | newsfront.co
মুর্শিদাবাদে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র

তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমেকে আক্রমণ করেন এদিন। ভোটের আগে রাজ্যে ভোট হয়ে গিয়েছে। সংবাদ মাধ্যম আগে থেকে বলে দিচ্ছেন কে কতটা আসন পাবে,আর আমাদের কে তো শূন্য দেয়নি সেটাও আমাদের ভাগ্য বলেও ব্যঙ্গ করেন অধীর।

তিনি বলেন যে, “আপনারা এই ভাবে সাধারণ মানুষকে বিভ্রান্তি করতে পারেন না,এই পোলিং রিপোর্ট সাধারণ ভোটারদের মনোবল নষ্ট করে দেয়।”

আরও পড়ুনঃ রাজ্যে ক্ষমতার মসনদে মমতাই, বলছে জনমত সমীক্ষা

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন যে, “বর্তমানে বিজেপি যে রাজনীতি করছেন সেটা মানুষ দেখানো। কখনো রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে,আবার কখনো নেতাজীকে নিয়ে,আবার কখনো স্বামী বিবেকানন্দের আদর্শকে তুলে ধরছেন বিজেপি দলের আদর্শের সঙ্গে। কিন্তু তাদের আদর্শের সঙ্গে বিজেপির এক পার্সেন্ট মিল নেই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here