উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারি ও বিজেপি – তৃণমূলের বিরুদ্ধে শুক্রবার কলকাতার রাজপথে মিছিল করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই মিছিল বিধানভবন থেকে শুরু হয়ে ধর্মতলায় শেষ হয়। সেখান থেকে অধীর চৌধুরীর নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল এদিন পড়ন্ত বিকেলে রাজভবনে যান। সেখানে রাজ্যপালের কাছে চিটফান্ডে ক্ষতিগ্রস্তরা যাতে ক্ষতিপূরণ পায় তার দাবি জানান।
এদিন মিছিল শুরুর আগে বিধানভবনে বসে অধীর চৌধুরী বলেন,’যদি ব্যবসাদার দের কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ দেয়, চিটফান্ডে ক্ষতিগ্রস্তরা এই ক্ষতিপূরণ পাবেন না কেন? যারা ঠগদের জন্য সব হারিয়েছে, তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। এই জন্যই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের কাছে যাচ্ছি।’ পরে তিনি আরো বলেন, ‘ আসলে তৃণমূলের লোকজন প্রতারণা করে চিটফান্ডে টাকা মেরে দিয়েছেন।
আরও পড়ুনঃ বদায়ুনে প্রৌঢ়া ধর্ষণ খুনের ঘটনায় বিতর্কিত মন্তব্য চন্দ্রমুখীর
আর অভিযোগ জানানোর পর এমন কী আদালতের রায়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তদন্ত করতে বললেও বর্তমান কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে। আসলে এরা চোরে চোরে মাসতুতো ভাই। এরা একের বিরুদ্ধে বাংলায় ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ আন্দোলনকারী কৃষকদের মধ্যে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, কাউন্সেলিংয়ের উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থার
এই ঠাণ্ডায় দিল্লির রাস্তায় যখন কৃষকরা আন্দোলন করছেন, তখন নজর ঘোরানোর জন্য এখানে নাড্ডাকে এনে নাটক করছে। বাংলার মানুষ সব ধরে ফেলেছেন।’ পরে বাম-কংগ্রেস জোট নিয়ে অধীর চৌধুরী বলেন,’যে কোনও মূল্যে জোট হবে। কারণ বাংলার মানুষ একজোট চাইছে। সঠিক সময়ে বাম-কংগ্রেসের বিধানসভায় আসন সমঝোতা সুচারু রূপে সম্পন্ন হবে। আপনারা চিন্তা করবেন না।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584