রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রসঙ্গে অধীর চৌধুরী

0
66

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে আজ বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একাধিক বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন। রাজ্য রাজ্যপালের সংঘাত প্রসঙ্গে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন,  এখন রাজা ও রাজ্যের দ্বন্দ্ব চলছে। পাশাপাশি আসন্ন পৌর নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের প্রতি ভরসা রাখতে পারছেন না বলে অভিযোগ করেন বহরমপুর সংসদ।

Adhir Chowdhury
অধীর রঞ্জন চৌধুরী। নিজস্ব চিত্র

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য তথা দেশে ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকার জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে ওমিক্রণ বিষয় নিয়ে আরো সজাগ ও সচেতন থাকার আবেদন জানিয়েছেন তিনি। এর পাশাপাশি গঙ্গাসাগর মেলার একটি স্বীকৃতির জন্য সরকারের কাছে আবেদনও রাখলেন এদিন।

অন্যদিকে গঙ্গা ভাঙ্গন নিয়ে রাজ্য সরকারকে এক হাত নিয়ে বলেন, সব সময় কেন্দ্র দেবে তারপর রাজ্য করবে, এমন ভাবনা ছাড়ুন ভাঙ্গন প্রতিরোধে আপনারা সক্রিয় হন এবং ভাঙ্গন কবলিত এলাকার সাধারন মানুষের জন্য কিছু অন্তত করুন। মালদা ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে ভূগোল পাল্টে যাচ্ছে ভাঙ্গনের জন্য, তাও রাজ্য সরকার সক্রিয় হচ্ছে না। রাজ্য সরকার কেন্দ্রের ওপর দায় চাপিয়ে দিয়ে নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে আমরা কেন্দ্র সরকারের কাছেও ভাঙ্গন নিয়ে আবেদন করব। কিন্তু সব দোষ কেন্দ্রের ওপর চাপিয়ে রাজ্য রাজ্যের দায়িত্ব ঝেড়ে ফেলতে পারবেন না।

আরও পড়ুনঃ ব্যারাকপুর-লালগোলা শাখায় চালু হল অত্যাধুনিক লোকাল ট্রেন

সব মিলিয়ে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে এক হাত নিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here