“দিদি হাতে করে জয় সিয়ারাম বালাদের বিধানসভায় নিয়ে এসেছেন”, বললেন অধীর চৌধুরী

0
65

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

আজ বহরমপুর কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি বিজেপিকে তোপ দেগে বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি নিয়ে ভোটের রাজনীতি করেছিল। কিন্তু এখনো পর্যন্ত আসাম ছাড়া এনআরসির কোন কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না। ফলে পশ্চিমবাংলায় এনআরসি নিয়ে ভোটে জল ঘোলা করা হয়েছিল।

Adhir Chowdhury
অধীর চৌধুরী। নিজস্ব চিত্র

বহু দলের নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করেছেন কিন্তু এই বিজেপিকে পশ্চিম বাংলায় জায়গা করে দিয়েছে একমাত্র বাংলার তৃণমূল সরকার। বিরোধীদের দিদিই হাত ধরে বিধানসভা এনেছেন। যে রাজ্য বিজেপি শাসিত নয় সেখানে এনআরসির কোনরকম কথাই হয়নি! ফলে পরিষ্কার যে বাংলায় বিজেপির আসতে সাহায্য করেছে এই তৃণমূল দল। বিধানসভায় এখন ‘জয় শ্রীরাম’ ছাড়া কিছুই আলোচনা হয় না।

তৃণমূলের পয়সা খাওয়া পুরনো ব্যাপার। পুলিশ প্রশাসনকে দিয়ে আটকে রাখা হয়েছে না হলে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত গুলো সব ছারখার হয়ে যেত। তবে এটা নতুন কিছু নয়, তোলাবাজি থেকে শুরু করে সমস্ত দিকে তৃণমূল নেতারা জড়িয়ে আছে। কিছুটা এই সুরেই আজ রাজ্যের তৃনমূল সরকারকে তুলোধোনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুনঃ যাদবপুর, কলকাতা সহ ২৪ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে বেনিয়ম, রাজ্যকে বিঁধলেন রাজ্যপাল

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here