রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
গতকাল জেলায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভার দিনেই আক্রান্ত হয় কংগ্রেস কর্মী।কংগ্রেস কর্মীর আক্রমণের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবীতে রাত ১১টা থেকে বিক্ষোভ অবস্থানে বসেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।
এদিন অধীরের সাথে এই অবস্থান বিক্ষোভে ছিলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক মনোজ চক্রবর্তী,জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস প্রমুখ।
আরও পড়ুনঃ অধীর চৌধুরীর সমর্থনে কান্দীতে বামফ্রন্টের মিছিল
জেলা প্রশাসনিক ভবনের সামনে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ অবস্থান থেকে অধীর চৌধুরী জানান যে,গতকাল জেলা নির্বাচন আধিকারিককে জানানো হয়েছিল যে তাপস দাশগুপ্ত,মৌসুমী বেগম যাদের নেতৃত্বে বড়োঞায় নির্বাচন পরিচালিত হচ্ছে তাদের উপর আক্রমণ হতে পারে।আর আজকে তাপস দাশগুপ্তর উপর আক্রমণ হল।
ঘটনার প্রকাশ এই যে,কান্দী মহকুমার বড়ঞা ব্লকে আজ নির্বাচনী প্রচার চলাকালীন ওই ব্লকের কংগ্রেসের দলীয় জেলা পর্যবেক্ষক তাপস দাশগুপ্ত আক্রান্ত হন।তিনি বর্তমানে কান্দী মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।এই আক্রমণের প্রতিবাদেই অধীর চৌধুরীর অবস্থান।
মুখ্যমন্ত্রী যেদিন জেলায় সেদিনই কংগ্রেস কর্মীদের উপর আক্রমণের সাহস পেল এই দুটোর মধ্যে যোগসাজশ কি?রাত্রিকালীন অবস্থান থেকে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী।এদিন অধীর জানান,বেলডাঙ্গার নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে রকম লোকসমাগমের আশা করেছিলেন তেমন হয়নি।
এদিন মধ্যরাত পর্যন্ত এই অবস্থান কর্মসূচী চলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584