নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কৃষি আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বারে বারেই শাসক পক্ষকে নিশানা করছে বিরোধী শিবির। সংসদের দুই কক্ষেই তুমুল হইহট্টগোলের ফলে একাধিকবার মুলতুবি হয়ে যাচ্ছে লোকসভা-রাজ্যসভার অধিবেশন। এরই মাঝে সরকার পক্ষের বিরুদ্ধে ‘ডিজিটাল পক্ষপাতিত্বের’-এর অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা সাংসদ অধীররঞ্জন চৌধুরী।
লোকসভার অধিবেশন সরাসরি সম্প্রচারিত হয় লোকসভা টিভি-তে। এবার লোকসভা টিভি-র বিরুদ্ধেই সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, “বিরোধীদের বক্তব্য লোকসভা টিভি সম্প্রচার করেনা। কিন্তু ট্রেজারি বেঞ্চ যখন বলে তখন তা সবটাই দেখানো হয়ে থাকে।”
আরও পড়ুনঃ ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণের নামে স্বাধীনতা হরণ, অসন্তোষ প্রকাশ এডিটর্স গিল্ডের
অধীর চৌধুরীর এই অভিযোগের পর স্পিকার ওম বিড়লা অধীরবাবুকে প্রশ্ন করেন যে, বিরোধীদের স্লোগান-হইহট্টগোলের কারণে বারে বারে অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে, দেশের লোক এইসব দেখুক, আপনি কী সেটাই চান? উত্তরে লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম অংশ হল প্রতিবাদ। বিরোধীদের ভূমিকা এবং প্রতিবাদ সবটাই মানুষের জানা উচিত।
আরও পড়ুনঃ হাই ভোল্টেজ নন্দীগ্রাম! জোটের সম্ভাব্য প্রার্থী সেলিম
অধীর চৌধুরী আবেদন করেন লোকসভায় কংগ্রেস সহ অন্য বিরোধী নেতাদের বক্তব্য যাতে ‘ব্ল্যাক আউট’ না করা হয়। পরে, বিরোধীদের স্লোগানিং-হৈ হট্টগোলের মধ্যেই প্রশ্নোত্তর পর্ব জারি রাখার নির্দেশ দেন লোকসভার স্পিকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584