বহরমপুরে নেতাজী’র মূর্তিতে মাল্যদান অধীরের

0
73

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

নেতাজীর জন্মদিনে নেতাজীর মূর্তিতে মাল্যদান করলেন অধীর চৌধুরী। শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে মহা সমারোহে নেতাজীর জন্মদিন পালন করা হয়।

adhir chowdhury | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পাশাপাশি অন্যান্য কংগ্রেস বিধায়ক ও নেতা কর্মীরা একে একে নেতাজী, ইন্দিরা গান্ধী ও মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন।

netajis birth day celebrate | newsfront.co
নিজস্ব চিত্র

অধীর চৌধুরী নেতাজীর জন্মদিন উপলক্ষে বক্তব্য রাখেন।নেতাজী জন্মজয়ন্তীকে পরাক্রম দিবস আখ্যা দেওয়ার তীব্র সমালোচনা করেছেন লোকসভার কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

adhir ranjan chowdhury | newsfront.co
নিজস্ব চিত্র

নেতাজী ডকের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার উদাহারণ তুলে ধরে তিনি বলেন, “বিজেপি নেতাজী কে নির্বাচনী পণ্য হিসেবে ভোট ময়দানে বাজারজাত করছে। নেতাজীর আদর্শের সাথে বিজেপির আদর্শ মেলে না। একই সাথে নেতাজীর পরিবারের সাথে পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের সরকারও অসম্মানজনক দুর্ব্যবহার করেছে।”

আরও পড়ুনঃ ট্যাব কেনার টাকা পেয়ে খুশি পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্র ছাত্রীরা

নেতাজীর স্মৃতিবিজড়িত ভবন সংস্কারের সময় নেতাজীর নিকটাত্মীয়দের সাথে পুরকর্তৃপক্ষের অসহযোগিতা এবং তৃণমূল কংগ্রেসের তোলা আদায়ের ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে অধীর বাবু বলেন, “বাংলায় ভোট এলেই নেতাজীদের মত মনীষি দের নির্বাচনী পণ্য করা হয়।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here