উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
সৌমিত্র চট্টোপাধ্যায় বেঁচে থাকতে মর্যাদা পেলেন না। তাকে সম্মান দেয়নি রাজ্য সরকার। উল্টে তার দেহ নিয়ে রাজনীতি হল। সৌমিত্রর বাড়ি গিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন অধীর। সৌমিত্রর মরদেহ নিয়ে অনেক নাটক- রাজনীতি করা হয়েছে বলেও তোপ অধীরের।
পাশাপাশি এদিন তিনি আরও বলেন, ছোটখাট শিল্পীদের সম্মান দেওয়া হলেও ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত একজন বড় মাপের শিল্পীকে কখনও এই সরকার কোনও সম্মান দেয়নি।সৌমিত্রকে বঞ্চিত করা হয়েছে। কাজেই এবার সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটে একটা চেয়ার সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে করা হোক। বললেন অধীর রঞ্জন চোধুরী।
এই প্রসঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বোসের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী সমস্ত রকমভাবে আমাদের সাহায্যও করেছেন, পাশে থাকার অশ্বাস দিয়েছেন। এসব নিয়ে কোনও মন্তব্য করতেই চাই না।” বুধবার সকালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি যান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চোধুরী। সেখানেই এই মন্তব্য করেন তিনি। বুধবার বাড়িতে তাকে আপ্যায়ন জানান সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বোস। তাদের কথাও হয় বেশ খানিকক্ষণ।
ক্ষমতায় এসেই সৌমিত্র বাবু কে বিভিন্ন পদ থেকে সরাতে শুরু করল, যে মানুষ টা শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বহু কমিটির মাথায় বসে বাংলার শিল্প কলাকে আরও প্রসারিত করতে পারতেন তাকে অবজ্ঞা করে অচ্ছুৎ করেই রাখা হল।এ নিয়ে দুঃখ প্রকাশ করলেন অধীর বাবু।কিংবদন্তি শিল্পী বহুমুখী প্রতিভার অধিকারী সৌমিত্র বাবুর একটি সংগ্রহ শালা করার জন্যও রাজ্য সরকারের উদ্যোগী হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে বর্তমানে অত্যাচারি হিটলারি শাসন চলছেঃ সায়ন্তন বসু
বাংলা চলচ্চিত্রের মহাতারকা, প্রবাদ প্রতিম অভিনেতা-নাট্যকার-কবি-চিত্রকর প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আজ সমবেদনা জানাতে যান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী। সেখানে গিয়ে তিনি বলেন,’ একজন আন্তর্জাতিক মানের মানুষ অত্যন্ত সাধারণ ভাবে জীবন যাপন করতেন। না দেখলে ভাবাই যায় না।’
শ্রী অধীর রঞ্জন চৌধুরী সর্বপ্রথম সৌমিত্র-কন্যা পৌলমীকে ধন্যবাদ জানান তাকে শ্রদ্ধার্ঘ জানানোর সুযোগ দেওয়ার জন্য এবং তিনি সৌমিত্র-কন্যা পৌলমীকে জাতীয় কংগ্রেসের তরফ থেকে সবসময় ও সবরকম ভাবে পাশে থাকার আশ্বাস জানান।
আরও পড়ুনঃ শোকাহত, সৌমিত্র ঘনিষ্ঠ আলিপুরদুয়ারের দীলিপ কুমার দত্ত
শ্রী অধীর রঞ্জন চৌধুরী বলেন যে , উনি প্রবাদ প্রতিম অভিনেতাকে শ্রদ্ধা জানাতে পেরে এবং ওনার ঘর পরিদর্শনের সুযোগ পেয়ে ভীষণ ভাবে আপ্লুত। শ্রী চৌধুরী বলেন যে , প্রয়াত অভিনেতার ঘর পরিদর্শন তাঁর কাছে মহাতীর্থস্থান দর্শনের সমান । তিনি বলেন যে , প্রয়াত মহাতারকা অভিনেতার সরল জীবন যাপনের ধরণ দেখে তিনি অভিভূত।
তবে শ্রী চৌধুরী এও বলেন যে , বর্তমান রাজ্য সরকার প্রয়াত অভিনেতার মরদেহ নিয়ে যে নোংরা রাজনীতি করেছেন তা অত্যন্ত দুঃখজনক ।অধীর বাবু দুঃখ প্রকাশ করে আরও বলেন যে , প্রয়াত অভিনেতার জীবনাবসান বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বের চলচ্চিত্র জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি ।
আরও পড়ুনঃ নিউ আলিপুরে বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান দিলীপ ঘোষের
আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী আশুতোষ চট্টোপাধ্যায়, মিডিয়া বিভাগের চেয়ারম্যান শ্রী সৌম্য আইচ রায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি শ্রী প্রদীপ প্রসাদ, কার্যকরী সভাপতি শ্রী সৌমেন পাল সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584