নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কৃষি আইন প্রত্যাহার, সরকার ঘোষিত বিড়ি শ্রমিকের ন্যূনতম মজুরি এবং সারদা, রোজভ্যালি সহ সমস্ত চিটফান্ডের টাকা ফেরতের দাবিতে আজকে ফরাক্কায় একটি মহামিছিল করা হয় কংগ্রেসের তরফ থেকে।

এই মহামিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, ফরাক্কার কংগ্রেসের বিধায়ক মইনুল হক, দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী সহ একাধিক কংগ্রেসের নেতৃত্বরা।

আজকের এই মহা মিছিল ফরাক্কা ৩৪ নম্বর জাতীয় সড়কের জিগরি মোড় থেকে শুরু হয়ে শেষ হয় ফরাক্কা জামতলা মোড়ে। তারপর জামতলা মোড়ে একটি সভাও করেন অধীর চৌধুরী।
আরও পড়ুনঃ ঘাটালের মনসুকায় সেতু তৈরির আনুষ্ঠানিক সূচনা পঞ্চায়েত মন্ত্রীর
আজকে এই সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও ফরাক্কার কংগ্রেসের বিধায়ক মইনুল হকের হাত ধরে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অমল মিশ্র সহ ব্লকের বহু কর্মী কংগ্রেসে যোগদান করেন। আজকের এই মিছিলে পায়ে পা মেলান হাজার হাজার কংগ্রেস কর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584