হেমতাবাদের বিধায়কের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি অধীরের

0
62

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

২৪ ঘন্টা আগেই ইছাপুরের ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়ার দাবি করেছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এবার হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি তুললেন অধীররঞ্জন চৌধুরী।

Adhir ranjan Chowdhury | newsfront.co
ফাইল চিত্র

এদিন বহরমপুরের কংগ্রেস সংসদ অধীর বলেন, হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রবাবুর মৃত্যু এবং তার রাজনৈতিক ব্যাখ্যা যাই হোক না কেন, একটা বিষয় পরিষ্কার হচ্ছে, যে তার মৃত্যুর পেছনে আরও রহস্য লুকিয়ে আছে। আমি এই ভদ্রলোকের নির্বাচনী প্রচারে গেছিলাম, একজন বিধায়কের এইভাবে হঠাৎ আত্মহত্যা মানতে পারছি না। বিধায়কের মৃত্যুর প্রকৃত তদন্তের দাবি জানিয়ে অধীর বলেন, বিধায়কের মৃত্যু খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্ত হোক। রাজ্য সরকার নিরপেক্ষ তদন্ত করাতে সচেষ্ট হোক কোনও স্থায়ী বিচারপতিকে বা সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক।

আরও পড়ুনঃ বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ

প্রসঙ্গত, সোমবার সকালে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছেউত্তরবঙ্গের রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়া মোড়ে। এদিন সকালে এলাকার একটি বন্ধ দোকানঘরের বারান্দায় তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিংয়ের নেতৃত্বে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। আনা হয় পুলিশ কুকুরও।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে একাধিক এটিএম লুটের ঘটনায় ধৃত পাঁচ দুষ্কৃতী

পরিবার এবং বিজেপি নেতৃত্বের দাবি দেবেনবাবুকে পরিকল্পিতভাবে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এদিনই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। দলীয় বিধায়কের মৃত্যু ও পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে মঙ্গলবার বারো ঘন্টার জেলা বনধের ডাক দিয়েছে বিজেপি। এদিন নিহত বিধায়কের বাড়িতে যান রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here