রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
সকাল থেকেই উত্তেজনা চরমে।যে বহরমপুর একদা তাকে আদর করে ‘দাদা’ বলে ডেকেছে ‘রবিন হুড’ অভিধায় ভূষিত করেছে।যে বহরমপুরে বাঘে হরিণে এক ঘাটে জল খেয়েছে।সেই বহরমপুরের রাস্তায় বুথ দখল ঠেকাতে এজেন্টেরদের নিরাপত্তা দিতে প্রকাশ্য রাস্তায় দৌড়াতে হয়েছে।
আরও পড়ুনঃ বুথে গিয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযুক্তকে ধরলেন অধীর
রাজ্যের শাসক দলের বহরমপুর দখলের মরিয়া চেষ্টায় রুখে নিজের গড় দখলের চেষ্টায় দেখা গেলেও শেষ বিকেলে অন্য ছবিতে দেখা গেল জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী চার চারবারের বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে।
উত্তেজনার মাঝে এ যেন একটু শান্ত বাতাস।শিশুদের সাথে নির্মল আনন্দে মিশে যেতে পারার এ চিত্র ধরা পড়লো নিউজফ্রন্ট প্রতিনিধির সন্ধানী ক্যামেরায়।পেশাদারিত্বের মাঝেও কখনও কখনও লেন্স খোঁজে অন্য কিছু।হয়ত সেই অনন্যতা ধরে রাখারই প্রয়াস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584