খেল ইন্ডিয়ার অনুমোদন পেল আদিত্য অ্যাকাডেমি

0
84

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

এবার খেল ইন্ডিয়ার অনুমোদন পেল আদিত্য স্কুল অব স্পোর্টস। পূর্ব ভারতে ফুটবলের জন্য এই অনুমোদন পেয়েছে সংস্থাটি। বাংলায় আদিত্য স্কুল অব স্পোর্টস-এর বারাসতে রয়েছে নিজস্ব স্টেডিয়াম। রয়েছে অত্যাধুনিক পরিকাঠামো। একই ছাদের তলায় রয়েছে ফুটবল ও শ্যুটিং অ্যাকাডেমি।

Aditya Academy | newsfront.co

এবার শুরু হতে চলেছে তিরন্দাজি এবং বাস্কেট বল। বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে তাঁদের এই খবর জানিয়ে তারা সাংবাদিক সম্মেলন করেন উপস্থিত ছিলেন সংস্থার অধিকর্তা অঙ্কিত আদিত্য। প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন ও রঞ্জন চৌধুরি, অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, অলিম্পিয়ান রাহুল বন্দোপাধ্যায়, আইএফএ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়, দীপ দাশগুপ্ত।

পূর্ব ভারতের কলকাতার প্রতিষ্ঠান ঠাঁই পাচ্ছে তাতে উচ্ছবসিত সকলে। সংস্থার অধিকর্তা অঙ্কিত আদিত্য জানান, “ফুটবল ও ক্রিকেট ছাড়া অন্য খেলার প্রসার ঘটানো আমাদের কাজ। আমরা সেই কাজটা করব বাংলার খেলাধুলো যাতে বঞ্চিত না হয়।“

আরও পড়ুনঃ মেসি, রোনাল্ডোকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার লেবানডস্কি

অনুষ্ঠানে হাজির আইএফএ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায় জানান, “আমি ফুটবলের জন্য সব সময় পাশে আছি যখনই শুনলাম ফুটবল জড়িয়ে এগিয়ে এলাম। ওদের পাশে আইএফএ সব সময় আছে।“ ফুটবল অ্যাকাডেমির দায়িত্বে রয়েছে টিএফএ এবং ইস্টবেঙ্গলের যুব দল ও অ্যাকাডেমির দায়িত্ব সামলানো রঞ্জন চৌধুরি। ফুটবলের জন্য লা লিগার সঙ্গে গাঁটছড়াও বেঁধেছে এই সংস্থা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here