ডাইনি অপবাদে ঘরছাড়াকে ছয় বছরে বাড়ি ফেরাতে ব্যর্থ প্রশাসন

0
149

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

homeless chandmani hembram | newsfront.co
ঘরছাড়া চাঁদমনি হেমব্রম।নিজস্ব চিত্র

ফের ডাইনি অপবাদের ঘটনা পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল। গ্রামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ডাইনি অপবাদ দেওয়া হয় গ্রামের এক মহিলাকে। গ্রাম থেকে বাড়ি ছাড়া করা হয় ঐ মহিলা সহ তাঁর মেয়ে ও দুই ছেলেকে। তবে ভোট নষ্ট হোক চাই না কোনো রাজনৈতিক দল। তাই ভোট দিতে গ্রামে এলে কোনো বাধা দেওয়া হয় না তাদের। প্রতিবারেই ভোট দিতে গ্রামে আসেন ঐ পরিবার। শুধু নিজের বাড়িতে বসবাস করতে এলেই বিপত্তি।

breakable house | newsfront.co
ভেঙে পড়া বাড়ি।নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার জামনি গ্রামে ২০১৩ সালে ডাইনি অপবাদে চাঁদমণি হেমব্রম নামে এক মহিলাকে গ্রাম ছাড়া করেন এলাকার মানুষজন। বাড়ি থেকে গরু, ছাগল লুট করার পাশাপাশি বাড়িতে তালা লাগিয়ে তাদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন চাঁদমনি দেবীর ছেলে শম্ভু হেমব্রমের।

তিনি বলেন, তাঁর মা এবং বোনকে সুসেন হেমব্রম ও চুনারাম হেমব্রম বাড়ি থেকে লাঠি দিয়ে মারধর করতে করতে বাসে করে গুনিনের কাছে নিয়ে যেতে উদ্যোগী হয়। সেই সময় চাঁদড়া সিআরপিএফ ক্যাম্পে জানালে তাঁর মা ও বোনকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। বাড়িতে ফিরে আসার পর বেড়ে যায় অত্যাচার। লাঠি, বল্লম নিয়ে জীবনে মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বলে কাগজে লিখে নেওয়ার নেতৃত্ব সূর্য হেমব্রম দেন বলে অভিযোগ শম্ভু বাবুর।

কয়েক মাস পরে বিষয়টি তৎকালীন কোতয়ালী থানায় অভিযোগ জানালে পুলিশ বিষয়টি চাঁদড়া গ্রাম পঞ্চায়েতে মীমাংসা করার জন্য প্রধানকে জানাই বলে জানা যায়। পঞ্চায়েতের পক্ষ থেকে মীমাংসার জন্য উভয় পক্ষকে ডাকা হলে চাঁদমনি হেমব্রমের পরিবারকে দশ হাজার টাকা জরিমানা না দিলে এলাকায় থাকতে দেওয়া হবে না সূর্য হেমব্রম সহ অন্যান্যরা জানাই বলে জানান শম্ভু বাবু। বর্তমানে জামনিতে শম্ভু বাবুর বাড়ি ভেঙ্গে মাটিতে মিশে যাওয়ার অবস্থা। অথচ আজ ছয় বছর অতিক্রান্ত হলেও যাযাবরের মতো এক এলাকার আত্মীয় বাড়ি থেকে আর এক আত্মীয় বাড়িতে আশ্রয় নিচ্ছে।

আরও পড়ুনঃ বজ্রাঘাতে মৃত ২,আহত ৩

বাড়ি ফেরাতে ব্যর্থ হলো কেন প্রশাসন? ডাইনি অপবাদ দেওয়া গুনিন বা গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে কেন প্রশাসন কঠোর পদক্ষেপ নিলো না সে নিয়ে প্রশ্ন তুলছে যুক্তিবাদীরা।

অভিযুক্ত সূর্য বাবুর বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে তিনি বাড়িতে না থাকায় যোগাযোগ সম্ভব হয়নি। তবে এলাকার মানুষ মানতে নারাজ যে তাকে বাড়ি ছাড়া করা হয়েছে বলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here