নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর কালিয়াগঞ্জ রায়গঞ্জ সহ বেশ কিছু জায়গায় সকাল থেকেই বন্ধ ঘিরে চুড়ান্ত অশান্তির সৃষ্টি হয়।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আরও মাথা চাড়া দেয়। প্রথমেই উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বিহারগামী বেসরকারি বাসে ভাঙচুর করার অভিযোগ ওঠে।জানা যায় এদিন ইসলামপুরে ৩১ নম্বর জাতীয় সড়কের কলেজমোড এলাকায় শিলিগুড়ি থেকে কিষানগঞ্জ যাওয়া একটি বেসরকারি বাস ও পরে একটি সরকারি বাস ভাঙচুর করে বন্ধ সমর্থককারীরা।অন্যদিকে আরেকটি সরকারি বাস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ঘটে।এছাড়া বাস যাত্রী দের উপর ঢিল ছোঁড়ার ও অভিযোগ ঘটে এদিন।হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ।অন্যদিকে, ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে উত্তেজনা ছড়ায় সকাল থেকেই। তীর- ধনুক হাতে নিয়ে রাস্তায় অবরোধ শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা।
উত্তপ্ত শ্রীকৃষ্ণপুর দেখুনঃ
পুলিস গিয়ে অবরোধ সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।পুলিসের সঙ্গে কার্যত ধস্তাধস্তি জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা।এক মহিলা কর্মীকে মারধরের অভিযোগ ওঠে।বেশ কিছুক্ষণ চলে অশান্তি।শুধু ইসলামপুর নয এদিন কালিয়াগঞ্জেও বেশ কিছু গণ্ডোগোলের ঘটনা সকাল থেকেই দেখা যায় বনধ সফল করতে এদিন সকাল থেকেই কালিয়াগঞ্জে মদের বোতলে ঝান্ডা লাগিয়ে অবরোধ করল বিজেপি সমর্থকরারি।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের বাঘন বটতলীতে।
এছাড়া ও কালিয়াগঞ্জ বিডিও অফিসের সামনে বন্ধের সকাল থেকেই বিজেপি সমর্থক কারীরা সরকারি অফিসের সামনে পিকিটিং করতে দেখা যায়।এদিন দেখা যায় কলিয়াগঞ্জ বিডিও অফিস খোলা থাকলে বিজেপি সমর্থক কারীরা অফিস বন্ধ করে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায।অবশেষে কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায় সেখানে এসে হাত জোড় করে বন্ধ সমর্থক কারীদের সরে যেতে বলেন।
বনধ সমর্থকদের হাত জোড় আই সি’র
বনধ সমর্থন কারীরা অনুরোধ না মানায় পুলিশ তাদের প্রত্যেক কে গ্রেফতার করে।গোটা ঘটনায় বিস্মিত এলাকাবাসীরাও।
আরও পড়ুনঃ বনধ ঘিরে সারেঙ্গায় মুখোমুখি তৃণমূল বিজেপি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584