সুদীপ পাল,বর্ধমানঃ
চাইল্ড লাইনের মাধ্যমে খবর পেয়ে এক নাবালিকার বিয়ে রুখল ভাতার ব্লক প্রশাসন।
বছর পনের ওই নাবালিকার বিয়ের দিন ঠিক হয়েছিল। তার মামার বাড়ি ভাটাকুল থেকে বিয়ে হওয়ার কথা ছিল বলে জানতে পারেন প্রশাসনের কর্তারা। পুলিশ ও চাইল্ড লাইনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ভাতারের বড়পোষলা গ্রামে নাবালিকার বাড়িতে যান ভাতার ব্লক প্রশাসনের প্রতিনিধিরা। সেখানে নাবালিকাকে না পাওয়ায় তার মামার বাড়ি ভাতারের ভাটাকুলেও জান কর্তারা৷ কন্যাশ্রী দপ্তরের ভারপ্রাপ্ত কর্মী উজ্জ্বল সামন্ত বলেন চাইল্ড লাইনের মাধ্যমে নাবালিকার বিয়ের ব্যাপারে প্রথম ফোন পাওয়া যায়। পরিবারের লোকজনকে এই বিয়ের কুফল বোঝানো হয়েছে এবং যাতে নাবালিকা থাকাকালীন বিয়ে দিতে না পারে সে বিষয়ে মুচলেকা নিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নাবালিকা ছাত্রীর বিয়ে আটকালো স্কুল কর্তৃপক্ষ
পরিবারের তরফে মেয়েটিকে স্কুলে যাওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। মেয়েটি বর্তমানে অষ্টম শ্রেণীর ছাত্রী। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নাবালিকার বাবাকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584