নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রবিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া ১ নং গ্রাম পঞ্চায়েত,পুলিশ প্রশাসন এবং স্থানীয় সমাজসেবীদের উদ্যোগে করোনা ভাইরাস সর্ম্পকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিলি করা হয়।

এদিন বীরপাড়া শহরের ব্যবসায়ী এবং পথ চলতি মানুষদের করোনা ভাইরাস সর্ম্পকে সচেতন করার পাশাপাশি মাস্কহীন মানুষদের হাতে মাস্ক তুলে দিয়ে সরকারি বিধি মেনে চলার অনুরোধ করা হয়। এছাড়া সরকারি নিয়ম মেনে চলার জন্য বীরপাড়া শহরে মাইকে প্রচারও করা হয়।
আরও পড়ুনঃ লালারস পরীক্ষার যন্ত্র স্থাপন রায়গঞ্জ মেডিক্যালে
বীরপাড়া ১ নং প্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ মন্ডল বলেন ‘বীরপাড়ায় ব্যবসায়ী প্রতিষ্ঠান বেলা ২ টোর পর বন্ধ রাধার অনুরোধ জানান হয়েছে। তবে ওষুধের দোকান খোলা থাকবে। টোটো চালকদের ক্ষেত্রে ও বিধিনিষেধ রয়েছে।’ বীরপাড়ার শহরের বিশিষ্ট প্রবীণ সমাজসেবী পঙ্কজ দাস বলেন,’ব্যবসায়ীদের কাছে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন জানানোর পাশাপাশি ক্রেতাদের ও মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584