নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

0
183

শ্যামল রায়,পূর্বস্থলীঃ

রবিবার এক নাবালিকার বিয়ে আটকালো পূর্বস্থলী থানার পুলিশ ও প্রশাসন।ঘটনাটি ঘটেছে উখড়া সরাঙপুর গ্রামে।এদিন মুচলেকা দিয়ে বিয়ে এই মুহূর্তে করবে না বলে প্রতিশ্রুতি দিল পাত্রী।
পাত্রী সাবিনা খাতুন পুলিশ ও প্রশাসনের সামনে জানিয়ে দিলেন যে সে লেখাপড়া শিখে স্বাবলম্বী হয়ে বিয়ে করবে।তবে যে পাত্রের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল আগামী দিন সেই পাত্রকে বিয়ে করবে।আগামীকাল সোমবার বিয়ের দিন ঠিক ছিল।

নিজস্ব চিত্র

বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে বাড়িতে আত্মীয় স্বজন অনেকে এসে গিয়েছিল।বিয়ের ধুম ধাম এর মধ্যে হঠাৎ রবিবার দুপুরে পুলিশ ও প্রশাসনের লোকজন এসে হাজির।কাটোয়া চাইল্ড লাইনের অরূপ সাহা সহ পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিক দেব নারায়ন মাঝি ঘটনাস্থলে পৌঁছে যান।
পাত্রীর বাড়ীতে পৌঁছে সকলেই না বালক বালিকার বিবাহ হলে কি সমস্যা তৈরি হয় এবং আইনত কি কি বিষয় আছে বিস্তারিত ভাবে তাদের কে বোঝান।এর ফলে পাত্রীর মা এবং বাবা আত্মীয় সকলেই বিষয়টি বোঝেন। তারপর মুচলেকা দিয়ে নাবালিকা মেয়ের বিবাহ আর দেবেন না বলে অঙ্গীকারবদ্ধ হন।
কিন্তু পাত্রী সাবিনা খাতুন জানিয়ে দিয়েছেন যে নবদ্বীপে তার বিবাহ ঠিক হয়েছিল ওই পাত্র কেই ভবিষ্যৎ সে বিয়ে করে দাম্পত্য জীবনে সুখী হতে চান।

আরও পড়ুনঃ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জনশূন্য তুরুগরীহাট

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here