দেগঙ্গায় নাবালিকার বিয়ে রুখল প্রশাসন

0
65

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ

বিয়ের একদিন আগে, রবিবার দেগঙ্গার হামাদামার এক নাবালিকার বিয়ে আটকে দিল পুলিশ ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছেন, রবিবার হাড়োয়ার আটঘড়ার আনারুল মণ্ডলের সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল দেগঙ্গার আজিজনগরের এক স্কুল ছাত্রীর। সে উপলক্ষ্যে রবিবার আত্মীয়স্বজন ভিড় জমিয়েছিল বাড়িতে। এ দিন পুলিশ জানিয়েছে, হাদিপুর আর্দশ বিদ্যালয়ের ছাত্রী ওই মেয়েটি এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।

Child marriage | newsfront.co
প্রতীকী চিত্র

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে নাসিম আলি বলেন, “আমরা খবর পাই, এক নাবালিকা মেয়ের বিয়ের চেষ্টা চলছে।”

আরও পড়ুনঃ দূরত্ব না মানলেই বাজবে ঘন্টা ! খড়গপুর আইআইটির আবিষ্কৃত নয়া যন্ত্র

এরপরেই রবিবার দুপুরে দেগঙ্গা থানার পুলিশকে সঙ্গে নিয়ে মেয়েটির বাড়ি যান আইনি পরিষেবার সদস্যরা। ছাত্রীটির বাবা মারা গিয়েছেন আগেই। মা ভুল বুঝতে পেরে মুচলেকা দিয়ে জানিয়ে দেন, আঠেরো বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না। খুশি ছাত্রীটিও। মাধ্যমিক পাশ করে আরও পড়াশুনো করতে চায় বলে এ দিন পুলিশকে জানায় মেয়েটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here