গঙ্গাসাগর মেলা নিয়ে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক

0
62

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

করোনা মহামারীর সময় প্রত্যেকটি উৎসব পালন চ্যালেঞ্জ হয়ে উঠছে রাজ্য প্রশাসনের সামনে। করোনায় রাজ্যের সুস্থতার হার বাড়লেও ভ্যাকসিন এখনো না আসায় কোনরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। দুর্গাপুজো থেকে কালীপুজো, ছটপুজো, কার্তিক পুজো থেকেই জগদ্ধাত্রী পুজো প্রত্যেক পুজোই বিধিনিষেধ আরোপ হয়েছে। এবার সামনে আসছে গঙ্গাসাগর মেলা।

Nabanna | newsfront.co
ফাইল চিত্র

পূণ্যর্থীরা মকর সংক্রান্তির দিনে অধীর আগ্রহে পূণ্যস্নান করেন এই দিনে। তবে এবার করোনা আবহে গঙ্গাসাগর মেলা আদৌ হবে কিনা বা হলে কি কি বিধিনিষেধ আরোপ করা যেতে পারে, সেই নিয়ে নবান্নে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার ১৯ নভেম্বর।

আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বাংলায় আসছে ভোট কাটুয়া পার্টিঃ অধীর

নবান্নে বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক প্রশাসনিক কর্তা। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক কর্তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন।

আরও পড়ুনঃ  ২৩ জানুয়ারি জাতীয় ছুটি, নেতাজি অন্তর্ধান রহস্যের তথ্য প্রকাশের দাবিতে মোদীকে চিঠি মমতার

শুধু রাজ্য প্রশাসন এই নয় এ নিয়ে মামলা দায়ের হতে পারে হাইকোর্টে। চলতি বছরের প্রত্যেকটি পুজোতেই হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। গঙ্গাসাগরে সাধু সন্ন্যাসীদের আনাগোনা এবং ভক্তদের স্নানের জন্য ধাক্কাধাক্কি হাইকোর্ট কিভাবে নিয়ন্ত্রণ করে, তা জানার অপেক্ষায় রয়েছে রাজ্য প্রশাসন।

কিন্তু তার আগেই প্রশাসনিক স্তরে পরিকল্পনার ছেড়ে রাখতে চাইছেন নবান্নের শীর্ষ কর্তারা। প্রয়োজনে হাইকোর্টের নির্দিষ্ট গাইডলাইন মেনে গঙ্গাসাগর মেলা পরিচালনা করতে চায় রাজ্য প্রশাসন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here