শুভায়ন হোমের আবাসিকদের হাতে বস্ত্র তুলে দিল দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক কর্তারা

0
72

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে অবস্থিত শুভায়ন হোমের আবাসিকদের হাতে আজ পুজোর নতুন বস্ত্র তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রশাসনিক কর্তারা। আজ একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুভায়ন হোমে জেলার জেলাশাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ ও বালুরঘাট মহকুমার মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি আবাসিকদের হাতে নতুন বস্ত্র তুলে দেন।

people | newsfront.co
নিজস্ব চিত্র

প্রতিবছর জেলা প্রশাসনিক কর্তারা এই হোমের আবাসিকদের পুজো দেখার ব্যবস্থা করে থাকেন। কিন্তু এই বছর করোনা সংকটের জেরে সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনিক কর্তারা সেই অনুষ্ঠান করবেন না বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ ফালাকাটায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের নতুন বস্ত্র দিয়ে সম্মান জানাল আইএনটিটিইউসি

তার বদলে এই বছর হোমের মধ্যেই আবাসিকরা নিজেদের মধ্যে ইনডোর আউটডোর গেমের আয়োজন করবে বলে জানা গেছে। আজকের এই নতুন বস্ত্র প্রদান অনুষ্ঠানে হোমের আবাসিকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। পাশাপাশি আবাসিকদের মুখে হাসি ফোটাতে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here